চিরপ্রতিবন্ধী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টসের বিপক্ষে অমীমাংসিত ফলাফল রেখেই আইএসএলের দ্বিতীয় লেগ শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। একাধিকবার সেই ম্যাচে এগিয়ে থাকলেও পরবর্তীতে সেই ম্যাচে সমতায় ফিরে আসে সবুজ-মেরুন। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই প্রধানকে। তারপর দ্বিতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড হোক কিংবা পরবর্তী হোম ম্যাচে মুম্বাই সিটি এফসি। পরাজয়কে সঙ্গী করেই এগোতে শুরু করেছিল মশাল ব্রিগেড। আসলে এবারের কলিঙ্গ সুপার কাপ জয় করার পর দলের একাধিক ফুটবলার বদলের জেরে কিছুটা হলেও শক্তি ক্ষয় হয়েছে ইস্টবেঙ্গলের। লোনের মাধ্যমে বোরহাকে লোনে পাঠানোর পাশাপাশি সিভেরিও টোরোকে ও পাঠানো হয় জামশেদপুরে (Jamshedpur FC)।
আজ নিজের পুরোনো ক্লাবের মুখোমুখি হতে হবে জাভিয়ের সিভেরিও টোরোকে। বলাবাহুল্য,গত হায়দরাবাদ মরশুমে অনবদ্য পারফরম্যান্স দেখেই তাকে দলে চূড়ান্ত করেছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে খুব একটা সাফল্য পাননি এই স্প্যানিশ। যার দরুণ সুপার কাপের পরেই খালিদ জামিলের দলে লোনে পাঠানো হয় টোরোকে। সেখানেই নিজের পুরোনো ছন্দে ফিরে আসেন এই তরুণ ফরোয়ার্ড। বেশকিছু নজরকাড়া অ্যাসিস্টের পাশাপাশি বল পায়ে গোল ও করেছেন জামশেদপুর দলের জার্সিতে। যার কারনে এখনো আইএসএলে এখনো টপ সিক্সে থাকার লড়াইয়ে টিকে রয়েছে এই ক্লাব।
গত দুই ম্যাচে জয় পাওয়ায় একের পর এক দলকে পিছনে ফেলে লিগ টেবিলের বেশকিছুটা উপরে চলে এসেছে একবারের এই লিগশিল্ড জয়ীরা। আজ নিজেদের ঘরের মাঠে তাদের লড়াই করতে হবে কার্লোস কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে। আইএসএলের প্রথম লেগে এই দলের জার্সিতেই খেলেছেন তিনি। জিতেছেন কলিঙ্গ সুপার কাপ।
তবুও শেষ পর্যন্ত থাকা হয়নি ময়দানের এই প্রধানে। তবে কি এবার বদলার লড়াই সিভেরিওর? সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গেই মুখ খুললেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। এই ম্যাচকে কোনোরকম ভাবেই প্রতিশোধ হিসেবে দেখছেন না সিভেরিও। তার কথায়, আমরা সবাই পেশাদার খেলোয়াড়। আগে আমি ইস্টবেঙ্গলের জার্সিতে খেলেছি। এখন আমার ক্লাব জামশেদপুর। এখন তিন পয়েন্ট ছাড়া কোনোকিছুই ভাবতে চাইছি না।
এছাড়াও জামশেদপুর এফসি প্রসঙ্গে সিভেরিও বলেন, এই নতুন দলে এসে আমি নিজেকে যথেষ্ট মানিয়ে নিয়েছি। দলের সকলেই আমাকে অনেক সাহায্য করছেন। আমরা যথেষ্ট ভালো খেলছি। আশাকরি ইস্টবেঙ্গলের বিপক্ষে পুরো পয়েন্ট নিয়েই আমরা মাঠ ছাড়তে পারবো।