ATK Mohun Bagan: বাগানে খেলে যাওয়া স্প্যানিশ ফুটবলার পেলেন বিশেষ সম্মান

লোপেজ হাবাসের সময় ছিলেন ক্লাবে। এরপর তাঁকে আর ধরে রাখেনি দল। কলকাতার ক্লাব (ATK Mohun Bagan) ছেড়ে এখন ওড়িশা এফ সিতে রয়েছেন জাভি হার্নান্দেজ। সেখানেও…

ATK Mohun Bagan: বাগানে খেলে যাওয়া স্প্যানিশ ফুটবলার পেলেন বিশেষ সম্মান

লোপেজ হাবাসের সময় ছিলেন ক্লাবে। এরপর তাঁকে আর ধরে রাখেনি দল। কলকাতার ক্লাব (ATK Mohun Bagan) ছেড়ে এখন ওড়িশা এফ সিতে রয়েছেন জাভি হার্নান্দেজ। সেখানেও দেখিয়েছেন স্কিলের ঝলক।

ওড়িশা বনাম এটিকে মোহন বাগান ম্যাচ। শেষ চার নিশ্চিত করার জন্য বাগানে আরও কিছুটা পয়েন্ট দরকার। ওড়িশার বিরুদ্ধে বাকি এই কাজটাই সেরে ফেলতে চাইছেন হুয়ান ফেরান্দোরা। 

   

ফর্মের বিচারে বাগানের ধারেকাছে নেই ওড়িশা। মরশুমের শুরুর দিকে ভালো খেললেও লিগ থেকে ক্রমেই হারিয়ে গিয়েছে দল। বিশেষ করে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে একেবারেই দানা বাঁধেনি খেলা। অন্য দিকে মোহনবাগান ধারাবাহিক ভাবে অপরাজিত। 

দর্শকদের বিচারে সেরা খেলোয়াড় নির্বাচিত করার জন্য করা হয়েছিল একটি পোল। সেখানে নাম দেওয়া হয়েছিল সাহিল, নন্দা, আইস্যাক এবং জাভির। ৬২ শতাংশ ভোট পেয়েছেন জাভি। নন্দা পেয়েছেন ২৩ শতাংশ ভোট।

Advertisements