Jasprit Bumrah: বুমরাহকে শাস্তি দিল আইসিসি

ভারতীয় ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলার ও টেস্ট দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইসিসি। হায়দরাবাদ টেস্টের একটি ঘটনায় বুমরাহকে শাস্তি দিয়েছে…

Jasprit Bumrah

ভারতীয় ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলার ও টেস্ট দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইসিসি। হায়দরাবাদ টেস্টের একটি ঘটনায় বুমরাহকে শাস্তি দিয়েছে আইসিসি। এক্ষেত্রে আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ানে দোষী সাব্যস্ত হয়েছেন বুমরাহ। আইসিসির গঠনতন্ত্রের ২.১২ ধারা অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করা হয়। ম্যাচ রেফারির কাছে ফিল্ড আম্পায়ারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

Advertisements

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ ধারা লঙ্ঘনের দায়ে বুমরাহকে শাস্তি দেওয়া হয়েছে। এই নিয়মের আওতায় কোনো খেলোয়াড় যদি অন্য কোনো খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার বা ম্যাচ রেফারি সহ অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে অন্যায়ভাবে শারীরিক স্পর্শ করে থাকেন, তাহলে তিনি দোষী সাব্যস্ত হবেন। রান নেওয়ার সময় ওলি পোপের পথে আসার জন্য বুমরাহকে শাস্তি দেওয়া হয়েছে।

   

গোটা ঘটনাটি হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সময়কার। ইংল্যান্ডের ইনিংসের ৮১তম ওভার চলছিল, ক্রিজে ছিলেন অলি পোপ। রান নেওয়ার সময় বুমরাহ ওলি পোপের দৌড়ানোর পথে চলে আসত একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই সংঘর্ষকে অনুপযুক্ত শারীরিক যোগাযোগ বলা হচ্ছে। এই ক্ষেত্রে, খেলোয়াড়দের প্রায়শই তাদের ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয় এবং একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

তবে গত ২৪ মাসে প্রথমবার দোষী সাব্যস্ত হয়ে বুমরাহ মাত্র একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে অভিযোগ স্বীকার করে নেন বুমরাহ। এ কারণে এ বিষয়ে আর শুনানির প্রয়োজন হবে না।