Jasprit Bumrah: হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে নীরবতা ভাঙলেন বুমরাহ

আইপিএল ২০২৪-এর সময় ভারতীয় সমর্থকদের রোষের মুখে পড়তে হয়েছিল হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন দর্শকরা পান্ডিয়াকে ধারাবাহিকভাবে ট্রোল করেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে…

Jasprit Bumrah won ICC Player of the Month award June

আইপিএল ২০২৪-এর সময় ভারতীয় সমর্থকদের রোষের মুখে পড়তে হয়েছিল হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন দর্শকরা পান্ডিয়াকে ধারাবাহিকভাবে ট্রোল করেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে পান্ডিয়া এই ভক্তদের জন্য নায়ক হয়ে উঠেছিলেন। তবে আইপিএল ২০২৪ চলাকালীন ভক্তদের আচরণ হয়তো অনেকেই ভুলতে পারবেন না। হার্দিক পান্ডিয়ার প্রতি দর্শকদের আচরণ নিয়ে এবার মুখ খুললেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

বুমরাহ জানালেন, প্রতিকূলতা সত্ত্বেও হার্দিকের মানসিক দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুমরাহ বলেছেন, ‘আমরা এমন একটি দেশে বাস করি যেখানে আবেগ সত্যিই আলোচনার বিষয়। ভারত একটি আবেগ তাড়িত দেশ। আমরা বুঝতে পারি সমর্থকরা আবেগপ্রবণ হয়ে পড়ে এবং খেলোয়াড়রাও আবেগপ্রবণ হয়ে পড়ে।’

   

প্যারিস অলিম্পিক 2024, কখন এবং কোথায়? বাড়ি থেকে বিনামূল্যে লাইভ অলিম্পিক অনুষ্ঠান দেখুন

Durand Cup: মোহন-ইস্ট ছাড়াও ডুরান্ডে নজর কাড়তে পারে এই ৩ ম্যাচ

বুমরাহ আরও বলেছেন, ‘নিজের খেলার প্রতি মনোনিবেশ করতে হলে সমালোচকদের কথা এড়িয়ে চলার চেষ্টা করতে হয়। কিন্তু সেটা চাইলেই হয় না। এটা অত সহজ নয়। দর্শকদের চিৎকার কানে আসেই। তবে আবার, অভ্যন্তরীণ বৃত্ত আপনাকে সহায়তা করে… আমরা দল হিসেবে ওর (হার্দিক পান্ডিয়া) ছিলাম, পরিবারের মতো পাশে থাকার চেষ্টা করেছি আমরা। কিছু জিনিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যে ভক্তরা সমালোচনা করেছে, সেই ভক্তরাই আবার প্রশংসা করবে, এটাই সত্যি। খেলায় যেমন হার-জিৎ লেগেই থাকে, তেমনই সমর্থকদের সমালোচনা-প্রশংসা পর্বটিও জারি থাকে।’