HomeSports NewsIndia vs England : চতুর্থ টেস্টে না-ও খেলতে পারেন বুমরাহ

India vs England : চতুর্থ টেস্টে না-ও খেলতে পারেন বুমরাহ

- Advertisement -

রাঁচিতে চতুর্থ টেস্ট (India vs England) থেকে ছিটকে যেতে পারেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। রাঁচি টেস্টে বুমরাহকে না খেলানোর সিদ্ধান্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট (BCCI) নিতে পারে বলে মনে করা হচ্ছে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে সবচেয়ে সফল বোলার হিসেবে উঠে এসেছেন বুমরাহ। এমন পরিস্থিতিতে দলে তাঁর অনুপস্থিতি ইংল্যান্ডের প্রত্যাবর্তনকে কিছুটা সহজ করে দিতে পারে। কিন্তু ভারত যেহেতু সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে, তাই এমন পরিস্থিতিতে এই ঝুঁকি নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

   

রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৪৩৪ রানের বড় ব্যবধানে জিতেছে ভারত। এখন যেহেতু টিম ইন্ডিয়া টেস্ট সিরিজে ফ্রন্টফুটে, সেই কারণেই বুমরাহর ওয়ার্কলোড নিয়ে ভাবনা শুরু হয়েছে বলে খবর। তাঁকে বিশ্রাম দেওয়ার কথা ভাবতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর এই কারণেই রাঁচিতে অনুষ্ঠিত চতুর্থ টেস্ট থেকে তাঁকে বিশ্রাম দেওয়ার খবর শোনা যাচ্ছে। 

প্রসঙ্গত, বিশাখাপত্তনমে খেলা দ্বিতীয় টেস্টে জয়ের পরেই বুমরাহকে বিশ্রামে দেওয়ার খবর ভাসতে শুরু করে। কিন্তু তখন সিরিজ ১-১ সমতায় ছিল। এখন সিরিজে এগিয়ে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে রাঁচি টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত টেস্ট সিরিজে বুমরাহর পারফরম্যান্স বোলারদের মধ্যে সেরা। এখন পর্যন্ত ৩ ম্যাচে ৮০.৫ ওভার বোলিং করে ১৩.৬৪ গড়ে নিয়েছেন ১৭ উইকেট।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর

Most Popular

Recent Comments