HomeSports NewsJason Cummings: মুম্বইকে সামনে পেলেই গোল করেছে কামিন্স

Jason Cummings: মুম্বইকে সামনে পেলেই গোল করেছে কামিন্স

- Advertisement -

জেসন কামিন্সকে (Jason Cummings) নিয়ে যত সমালোচনাই হোক না কেন, তিনি কিন্তু নিজের কাজটা করেছেন। গোল করেছেন, বিশেষত মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। মুম্বই সিটির বিরুদ্ধে জেসন গোল পেয়েছেন ধারাবাহিকভাবে।

সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্মান্দো সাদিকু না থাকলেও মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ জিততে অসুবিধা হয়নি। জেসন কামিন্স তাঁর জায়গা পূরণ করেছিলেন। শনিবার ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। বাগানের হয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারেন জেসন কামিন্স।

   

ফাইনাল ম্যাচের আগে বিভিন্ন পরিসংখ্যান নিয়ে কাটাছেঁড়া হচ্ছে। পুরনো ,ম্যাচের ফলাফল ঘাঁটতে গিয়েই দেখা গেল মুম্বইয়ের দলের বিরুদ্ধে কামিন্সের গোল স্কোরিং রেকর্ড। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে কামিন্স গোল করা শুরু করেছেন সেই ডুরান্ড কাপের সময় থেকে। গত বছরের অগাস্টে হওয়া সেই ম্যাচে মুম্বই সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। গোল করেছিলেন জেসন।

ডিসেম্বরে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে মুম্বই হারিয়েছিল মোহনবাগানকে। সেদিনও কামিন্স গোল পেয়েছিলেন। আইএসএল-এর ফিরতি ম্যাচে জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। জয়সূচক গোল করেছিলেন জেসন কামিন্স। মুম্বই সিটি এফসির সঙ্গে সবুজ মেরুন ব্রিগেডের তিনবারের সাক্ষাতেই গোল করেছেন অস্ট্রেলিয়ার এই ষ্টার ফুটবলার। আসন্ন ফাইনাল ম্যাচেও মুম্বই সিটি এফসির বিরুদ্ধে গোল করে দলকে জেতাতে চাইবেন জেসন কামিন্স।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular