কাতার বিশ্বকাপে অংশ নেওয়া জেসন কামিন্স (Jason Cummings) কলকাতার ক্লাবে। এখনও যেন ঘোর কাটছে না অনেক ফুটবল প্রেমী। অস্ট্রেলিয়ার তারকা ফুটবলারকে নিয়ে উন্মাদনা বজায় রয়েছে সমানে। সম্প্রতি তার একটি সাক্ষাৎকার এসেছে প্রকাশ্যে। সেখানে জেসন তার নতুন দল মোহন বাগান সুপার জায়ান্ট সম্পর্কে বলেছেন অনেক কথা।
জেসন কামিন্স ছাড়াও এক ঝাঁক তারকা ফুটবলারকে এবার দলে নিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। ক্লাবে নতুন আগত তারকাদের মধ্যে অন্যতম আনোয়ার আলি। আনোয়ার দলে আসা মাত্রই খুশি উদ্বেল হয়েছিল সবুজ মেরুন জনতা। তরুণ এই ডিফেন্ডার ফর্মে রয়েছেন। দলের রক্ষণে যোগাচ্ছেন নির্ভরতা, ইতিমধ্যে নিজের নামের পাশে তুলে নিয়েছেন জোড়া গোল। এই আনোয়ার আলি সম্পর্কে বড় মন্তব্য করেছেন জেসন কামিন্স।
সাক্ষাৎকারে কামিন্স আনোয়ার আলি সম্পর্কে বলেছেন, “আনোয়ার আলি খুব ভালো একজন ফুটবলার। ওর খেলা দেখে আমি খুবই মুগ্ধ। একজন স্ট্রাইকারের বিপক্ষে ওর স্কিল, খেলার শৈলী মুগ্ধ করার মতোই। ওর খেলা দেখলে আমরা সের্জিও ব়্যামোসের কথা মনে পড়ে যায়।”
মোহন বাগান সমর্থকদের কথাও বলেছেন অস্ট্রেলিয়ান তারকা। জেসন যখন কলকাতায় পৌঁছেছিলেন তখন গভীর রাত। গোটা শহর যখন ঘুমের দেশে, তখন বিমানবন্দরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবুজ মেরুন সমর্থকরা। “এখানে আসার আগে কলকাতার ফুটবল প্রেম, সমর্থকদের উন্মাদনার কথা শুনেছিলাম। কিন্তু এতটা আশা করিনি। সবে বিমান থেকে নেমেছিলাম, গভীর রাত, জেট ল্যাগ ছিল। বাইরে ওতো সমর্থক দেখে আমি রীতিমত অবাক হয়েছিলাম। ভেবেছিলাম হয়তো দু-চারজন অপেক্ষা করবেন। কিন্তু এতোজন!” বিস্ময় প্রকাশ করেছেন জেসন কামিন্স।