দক্ষিণ কোরিয়ায় খোশমেজাজে জেসন কামিন্স, পা মেলালেন গ্যাংনাম গানে

Jason Cummings Thailand Trip

বিগত কয়েক মরসুম ধরেই মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের হয়ে খেলে আসছেন জেসন কামিন্স (Jason Cummings)। শুরুর দিকে কিছুটা অফ কালার থাকলেও ধীরে ধীরে নিজের ছন্দে ফিরে আসতে থাকেন এই তারকা। যারফলে অনায়াসেই দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের গোল্ডেন বুটের দৌড়ে একটা সময় উঠে এসেছিলেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার। শেষ পর্যন্ত তা বজায় রাখা সম্ভব না হলেও তাঁর পারফরম্যান্স নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যুক্ত করেছিল দলের মধ্যে। যারফলে শেষ কয়েকটি ফুটবল সিজনে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয় করার পাশাপাশি প্রথম ডিভিশন লিগে ও এসেছে সাফল্য।

এক কথায় যা বিরাট বড় পাওনা সমর্থকদের। গত সিজনে ডুরান্ড কাপ জয় করা সম্ভব না হলেও জেসন কামিন্সের (Jason Cummings) পাশাপাশি জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতোসদের দাপটে লিগ শিল্ড ও লিগ কাপ ঘরে তুলেছিল সবুজ-মেরুন। এই অভূতপূর্ব পারফরম্যান্সের দরুন এবার ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ আসে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের কাছে। সেই অনুযায়ী এবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের ছাড়পত্র পেয়েছিল হোসে মোলিনার ছেলেরা। সেই অনুযায়ী গত মাসের মাঝামাঝি সময় টুর্নামেন্টের প্রথম ম্যাচে আহাল এফকের বিপক্ষে খেলতে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan)।

   

Mohun Bagan Jason Cummings

সেই ম্যাচে লড়াই করে ও আসেনি জয়। শেষ পর্যন্ত ঘরের মাঠেই পরাজিত হতে হয়েছিল বাগান ব্রিগেডকে। তারপর গত সেপ্টেম্বরের শেষের দিকে ইরানের শক্তিশালী ফুটবল ক্লাব সেপাহান এফসির বিপক্ষে ম্যাচ থাকলেও নানাবিধ সমস্যার কথা উল্লেখ করে সেখানে যাওয়া থেকে বিরত থাকে মেরিনার্সরা। যা একেবারেই ভালোভাবে নেয়নি সমর্থকরা। সেই নিয়ে এখনও ক্ষোভ রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। তবে সব ঠিকঠাক থাকলে এবারের আইএফএ শিল্ডে অংশ নিতে দেখা যেতে চলেছে সবুজ-মেরুন শিবিরকে। এসবের মাঝেই এবার দক্ষিণ কোরিয়ায় ফুরফুরে মেজাজে দেখা গেল অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে (Jason Cummings)।

মূলত সেখানকার রাজধানী অর্থাৎ সিওলে ছুটির মেজাজে দেখা যায় তাঁকে। সেইসাথে সাইয়ের বিখ্যাত গান “গ্যাংনাম স্টাইলে” ও পা মেলাতে দেখা যায় কামিন্সকে (Jason Cummings)। বেশকিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত ভিডিও আপলোড করেন এই তারকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন