Jason Cummings: ৫ ঘন্টার ব্যবধানে নামলেন অনুশীলনে, বাগান সমর্থকদের নজরে কামিন্স

কলকাতায় ঢুকেছিলেন রাত ৩টে নাগাদ। কয়েক ঘন্টা যেতে না যেতেই অনুশীলন। সকাল ৮টা নাগাদ মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের মাঠ। ঘন্টা পাঁচেকের ব্যবধানে প্র্যাকটিস জার্সি পরে…

Jason Cummings Mohun Bagan

কলকাতায় ঢুকেছিলেন রাত ৩টে নাগাদ। কয়েক ঘন্টা যেতে না যেতেই অনুশীলন। সকাল ৮টা নাগাদ মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের মাঠ। ঘন্টা পাঁচেকের ব্যবধানে প্র্যাকটিস জার্সি পরে মাঠে নেমে পড়েছিলেন জেসন কামিন্স (Jason Cummings)।

   

Mohun Bagan: সবুজ-মেরুনে ঢাকল মোহন-গ্যালারি, উষ্ণ অভ্যর্থনার সঙ্গে শুরু অনুশীলন

জেসন কামিন্সকে মরসুম জুড়ে মিশ্র প্রতিক্রিয়া অব্যাহত ছিল। এবারেও তাই। মোহনবাগান দিবস থেকে দলবল নিয়ে মাঠে নেমে পড়েছেন হেড কোচ হোসে মোলিনা। দিমিত্রি পেত্ৰাতস, গ্রেগ স্টুয়ার্টরা এখনও কলকাতায় এসে উপস্থিত না হলেও বাকিরা উপস্থিত ছিলেন এদিনের অনুশীলনে। অনুশীলনের মধ্যমণি ছিলেন জেমি ম্যাকলারেন। তিনিও দমদম এয়ারপোর্টে পা রাখার কয়েক ঘন্টা পর চলে এসেছিলেন দলের অনুশীলনে।

জেমি ম্যাকলারেনকে ঘিরে উন্মাদনার মধ্যেও সবুজ মেরুন সমর্থকদের নজরে ছিলেন জেসন কামিন্স। কাতার বিশ্বকাপ ফেরৎ এই বিদেশি ফুটবলারকে কেন্দ্র করে মোহনবাগান সমর্থকদের প্রত্যাশা কম ছিল না। ২০২৩-২৪ মরসুমে সুপার জায়ান্টের হয়ে বেশ কিছু গোল করেছিলেন ঠিকই, কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি। কামিন্সকে নিয়ে সমালোচনা চলেছিল লাগাতার। মোহনবাগান অনুশীলনে জেসন কামিন্সকে দেখে কেউ কেউ বিরূপ মন্তব্য শুরু করেছিলেন। প্রশ্ন উঠেছে কামিন্সের ফিটনেস নিয়ে।

অবসর সময়ে নিজের মতো করে ছুটি কাটাতে পছন্দ করেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার। অনেক সময় রুটিন মেনে চলার ধারধারেন না। কামিন্স মাঠে কতটা সিরিয়াস সে ব্যাপারেও উঠেছিলেন। মোহনবাগানের অনুশীলনের এদিন উপস্থিত অন্যান্য ফুটবলারদের তুলনায় কামিন্সকে কিছুটা স্থূল দেখিয়েছে। বিষয়টা সমর্থকদের দৃষ্টি এড়ায়নি।

East Bengal: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই কৌশল অবলম্বন করতে পারে এয়ার ফোর্স

ইতিমধ্যে তাঁকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। আবারও প্রশ্ন ফিটনেস নিয়ে। তবে সবাই নন, জেসন কামিন্স গত মরসুমের তুলনায় আসন্ন মরসুমে আরও ভাল পারফরম্যান্স উপহার দেবেন বলে আশা করছেন মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের সিংহভাগ।