এশিয়ান ফুটবলারের দৌড়ে কাঁপল রিয়াল মাদ্রিদ ডিফেন্স

সম্প্রতি সময়ে এশিয়ান ফুটবল নিয়ে চর্চা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। এশিয়া মহাদেশের একাধিক ফুটবলার চুটিয়ে ফুটবল খেলছেন ইউরোপের মাটিতে। রিয়াল মাদ্রিদের (Real Madrid) বিরুদ্ধে ম্যাচে নজর কাড়লেন জাপানের এক ফুটবলার।

Takefusa Kubo

সম্প্রতি সময়ে এশিয়ান ফুটবল নিয়ে চর্চা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। এশিয়া মহাদেশের একাধিক ফুটবলার চুটিয়ে ফুটবল খেলছেন ইউরোপের মাটিতে। রিয়াল মাদ্রিদের (Real Madrid) বিরুদ্ধে ম্যাচে নজর কাড়লেন জাপানের এক ফুটবলার।

সোমবার লা লিগা় ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। ধারেভারে মাদ্রিদের থেকে অনেক পিছিয়ে সোসিয়েদাদ। তবে ফুটবল প্রেমীদের চমকে দিয়ে ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল রিয়াল সোসিয়েদাদ। ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে এগিয়ে গিয়েছিল তারা। স্কোর শিটে নাম তুলেছিলেন Ander Barrenetxea। স্পেনের একুশ বছর বয়সী এই খেলোয়াড় নিজের নামের পাশে গোল তুলে নিলেও, আক্রমণ গড়ার নেপথ্য কারিগর Takefusa Kubo।

বছর বাইশের কুবোর দৌড় নজরে পড়েছে একাধিকবার। মাঠের ডান এবং রাইট সেন্টার বরাবর তার ব্যতিব্যস্ত করে তুলেছিল রিয়াল মাদ্রিদের তারকা খচিত রক্ষণ ভাগকে। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে নিজের নামের পাশে গোল তুলে নিতে পারতেন জাপানের জাতীয় দলের হয়ে খেলা এই ফুটবলার। জাপানের হয়ে ধারাবাহিকভাবে খেলছেন Takefusa Kubo। বয়স ভিত্তিক বিভিন্ন দলের হয়ে খেলে প্রমাণ করেছেন নিজেকে। উত্তীর্ণ হয়েছেন সিনিয়র পর্যায়ের জাতীয় দলে। দেশের হয়ে প্রায় তিরিশটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তার, করেছেন একাধিক গোল।

রিয়াল মাদ্রিদের সঙ্গে এক সময় যুক্ত ছিলেন তিনি। তবে তাদের হয়ে খেলেননি প্রতিযোগিতা মূলক কোনো ম্যাচ। লোনে খেলেছেন স্পেনের একাধিক নামকরা ক্লাবে। প্রাক্তন দলের বিরুদ্ধে কুবোর খেলা প্রশংসা পাওয়ার যোগ্য। শেষ পর্যন্ত প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে অবশ্য জিততে পারেনি রিয়াল সোসিয়েদাদ। রিয়াল মাদ্রিদের পক্ষে ২-১ গোল শেষ হয় ম্যাচ।