Hockey India : গুরুতর অভিযোগ তুলে পদত্যাগ করলেন ভারতের জাতীয় দলের কোচ

জাতীয় ফেডারেশন (Hockey India) তাঁকে যথেষ্ট সম্মান ও গুরুত্ব দেয়নি বলে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ ইয়ানেক শোপম্যান (Janneke Schopman)।…

জাতীয় ফেডারেশন (Hockey India) তাঁকে যথেষ্ট সম্মান ও গুরুত্ব দেয়নি বলে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ ইয়ানেক শোপম্যান (Janneke Schopman)। ২০২১ সালে সোয়ের্ড মারিনের জায়গায় দায়িত্ব নিয়েছিলেন ডাচ কোচ। টোকিও অলিম্পিকে দলকে ঐতিহাসিক চতুর্থ স্থান অর্জনে নেতৃত্ব দিয়েছিলেন। এ বছর প্যারিস অলিম্পিকের পর আগস্টে শোপম্যানের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠেছিল। ওড়িশায় এফআইএইচ হকি প্রো লীগে দলের হোম লেগের অভিযান শেষ হওয়ার পরে ৪৬ বছর বয়সী কোচ হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকের কাছে পদত্যাগপত্র জমা দেন। 

হকি ইন্ডিয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক অলিম্পিক বাছাইপর্বে হতাশার পরে তাঁর পদত্যাগের ফলে হকি ইন্ডিয়ার জন্য মহিলা হকি দলের জন্য উপযুক্ত প্রধান কোচ খোঁজার পথ প্রশস্ত হয়েছে, যিনি ২০২৬ সালের পরবর্তী মহিলা বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য ভারতীয় দলকে প্রস্তুত করতে পারেন। আমাদের অ্যাথলিটদের অগ্রগতির দিকে নজর দিয়ে ভারতীয় মহিলা হকিতে একটি নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে।” 

ওড়িশায় প্রো লীগের ম্যাচ চলাকালীন মিক্সড জোনের সঙ্গে আলাপচারিতায় শোপম্যান দাবি করেছিলেন, হকি ইন্ডিয়া পুরুষ দলের কোচের চেয়ে মহিলা দলের কোচকে কম গুরুত্ব দেয়। তিনি বলেন, ‘গত দুই বছরে নিজেকে খুব একা মনে হচ্ছিল। আমি এমন একটি সংস্কৃতি থেকে এসেছি যেখানে নারীদের সম্মান ও মূল্য দেওয়া হয়। এখানে তেমনটা মনে হয় না।’

হকি ইন্ডিয়া অবশ্য তা অস্বীকার করেছে। শপম্যানের নির্দেশনায় ভারতীয় দল ৭৪ ম্যাচের ৩৮টিতে জয় পায়, ১৭টি ড্র, হেরেছে ১৯টিতে। তাঁর অধীনে ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় ছিল দলের সেরা পারফরম্যান্স।