শেষ রক্ষা হল না। আজ ডেভেলপমেন্ট লিগে (Reliance Development League) জামশেদপুর এফসির বিপক্ষে আটকে গেল মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। প্রথমার্ধে ম্যাচের ফলাফল গোলশূন্য থাকলে ও দ্বিতীয়ার্ধে গোলের মুখ খোলে সাদাকালো ব্রিগেড। তবে তা স্থায়ী হয়নি। নির্ধারিত সময়ের মধ্যেই গোল শোধ করে জামশেদপুর এফসি। যারফলে, আজ ও অমিমাংসিত থাকে খেলার ফলাফল।
আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণে উঠতে শুরু করে দুই দল। কিন্তু প্রতিপক্ষের রক্ষন ভেদ করে কিছুতেই গোলের মুখ খুলতে পাচ্ছিলনা তারা। সেইসাথে গোলের সহজ সুযোগ নষ্ট করে জামশেদপুরের বেশ কয়েকজন ফুটবলার। তবে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ম্যাচের ৫৫ মিনিটের মাথায় বল জামশেদপুরের গোলে ঠেলে দেয় ১৪ নম্বর জার্সি পরিহিত ফুটবলার অনুভব ভট্টাচার্য। তবে শেষ রক্ষা হয়নি গোল শোধ করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় আইএসএলের এই ফুটবল দল।
আগামী ২৭ মার্চ কল্যানী স্টেডিয়ামে ইমামি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে জামশেদপুর এফসি। উল্লেখ্য, এই ম্যাচটি ২৬ মার্চ অর্থাৎ রবিবার আয়োজিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারন বসত সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। আজ সকালেই নিজেদের স্যোশাল সাইট থেকে তা জানিয়েছে লাল-হলুদ শিবির। গত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে সুমিত-কিয়ানদের আটকে দিয়েছে বিনো জর্জের ছেলেরা। জামশেদপুর ম্যাচে আদৌ কতটা সফল হন তুহিনরা এখন সেটাই দেখার।