কিছু ঘন্টার অপেক্ষা। তারপরেই আইএসএলের দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে খালিদ জামিলের জামশেদপুর এফসিকে (Jamshedpur FC) লড়াই করতে হবে শক্তিশালী মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের সঙ্গে। ম্যাচটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতই জানেন জামশেদপুর দলের ফুটবলাররা। তাই সবদিক মাথায় রেখেই গত কয়েকদিন ধরে ফুটবলারদের তৈরি করেছেন এই ভারতীয় কোচ। গত নর্থইস্ট ম্যাচের মতো এই ম্যাচে ও জয় পাওয়ার লক্ষ্য থাকবে সকলের। বলাবাহুল্য, গত নক আউট ম্যাচে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে সহজ জয় এসেছে ইস্পাত নগরীর এই ক্লাবের।
Also Read | জামশেদপুর এফসির বিরুদ্ধে প্রথম লেগের আগে চ্যালেঞ্জ মোলিনার
সেটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে সকল ফুটবলারদের। সেই ধারা বজায় রেখেই এবার মোহনবাগানকে আটকাতে চাইবেন স্টিফেন এজেরা। অপরদিকে টাটা স্পোর্টস কমপ্লেক্সে জাভিয়ের সিভেরিও টোরোদের পরাজিত করে ফাইনালে ওঠার রাস্তা প্রশস্ত করতে চাইবেন জোসে মোলিনার ছেলেরা। তবে এক্ষেত্রে সকলকে চিন্তায় রাখছে দলের চোট আঘাতের সমস্যা। জাতীয় শিবিরে যোগদান করার পর অনুশীলন চলাকালীন চোটের কবলে পড়তে হয়েছিল দলের তারকা উইঙ্গার মনবীর সিংকে। পরবর্তীতে সবুজ-মেরুনের অনুশীলনে যোগদান করলেও প্রথম লেগের সেমিফাইনাল খেলা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা।
Also Read | মোহনবাগানকে হারানোর কৌশল ফাঁস জামশেদপুর কোচ জামিলের
সেই আশঙ্কাই সত্যি হয়েছে শেষ পর্যন্ত। আইএসএলের প্রথম সেমিফাইনাল খেলতে জামশেদপুর যাননি এই ভারতীয় তারকা। তিনি একানন। প্রথম লেগের সেমিফাইনাল খেলতে নিয়ে যাওয়া হয়নি আপুইয়ার মতো দাপুটে ফুটবলারকে। তাঁদের অনুপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলতে পারে দলের পারফরম্যান্সের ক্ষেত্রে। তবুও কলকাতা ময়দানের এই প্রধান দলকে নিয়ে যথেষ্ট সাবধানী জর্ডান মারি। ম্যাচের আগে একটি জনপ্রিয় মাধ্যমের তরফে এই ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে যথেষ্ট সাবধানী থাকতে দেখা যায় এই বিদেশি ফুটবলারকে।
তিনি বলেন, ” এক কথায় বলতে গেলে তাঁরা যথেষ্ট শক্তিশালী দল। এই সিজনে ও লিগশিল্ড জয়করে সকলেই নিজেদের প্রমাণ করেছে। আক্রমণভাগের পাশাপাশি রক্ষণভাগের ক্ষেত্রে ও মোহনবাগান যথেষ্ট শক্তিশালী। এই সিজনে তাঁরা একাধিক রেকর্ড গড়েছে। তাছাড়া আক্রমণের ক্ষেত্রে জেসন কামিন্সের পাশাপাশি জেমি ম্যাকলারেনের মতো ফুটবলাররা রয়েছেন। যারা সকলেই দুরন্ত ছন্দে রয়েছেন। বলতে গেলে একটা কঠিন ম্যাচ হতে চলেছে। তবে নিজেদের ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে আমরা সকলেই সেরাটা দেওয়ার চেষ্টা করব।”