দিন দুয়েক আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালের সময় সূচি। সেই অনুযায়ী আগামী ১৬ই আগস্ট থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের এই পর্বের খেলা। যেখানে প্রথম ম্যাচে শিলং লাজং এফসির বিপক্ষে খেলতে নামবে ইন্ডিয়ান নেভি দল। তারপর সন্ধ্যায় খেলতে নামবে নর্থইস্ট। তবে এবারের এই নক আউট পর্বে বিশেষ করে আগামী ১৭ই আগস্ট এক বিশেষ দিন। সেদিন সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে একে অপরের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। যেদিকে নজর থাকবে গোটা দেশের সকল ফুটবলপ্রেমীদের। কিন্তু তাঁর আগেই বিকেলে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ।
সেদিন জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে চ্যাম্পিয়নশিপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড হারবার এফসি। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্টিভেন ডায়াসের শক্তিশালী জামশেদপুর এফসি। বলাবাহুল্য, এই প্রথমবারের মতো ডুরান্ড কাপে অংশ নিয়েছে ডায়মন্ড হারবার এফসি। যেখানে প্রথম ম্যাচ থেকেই দাপট দেখিয়ে এসেছে কিবু ভিকুনার ছেলেরা। একের পর এক ম্যাচে বড় ব্যবধানে জয় আসলেও গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে আটকে যেতে হয়েছিল বাংলার এই ফুটবল দলকে। যারফলে একটা সময় পরের রাউন্ডে যাওয়া নিয়ে ও দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে শেষ পর্যন্ত গোল পার্থক্যের ভিত্তিতে দল স্থান করে নেয় শেষ আটে। গত ম্যাচের হতাশা ভুলে এবার নিজেদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। অন্যদিকে, জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য থাকবে ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাবের।
উল্লেখ্য, অন্যান্য ম্যাচ গুলির ক্ষেত্রে টিকিটের ব্যবস্থা করা হলেও এবার কার্যত বিনা টিকিটেই দেখা যাবে জামশেদপুর বনাম ডায়মন্ড হারবার ম্যাচ। কিছুক্ষণ আগেই দলের সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বিবৃতি জারি করেছে জামশেদপুর এফসি। সেই অনুযায়ী বলা হয়েছে দলের সমর্থকদের জন্য মূলত তিনটি স্ট্যান্ড খোলা রাখতে চলেছে ম্যানেজমেন্ট। যার মধ্যে রয়েছে ইস্ট লোয়ার, ইস্ট আপার এবং সাউথ। এক্ষেত্রে মূলত আগে আসার ভিত্তিতে স্ট্যান্ড গুলিতে প্রবেশ করতে দেওয়া হবে সকলকে। মোট ১১৪০০ জন সমর্থকদের প্রবেশের অনুমতি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
আরও বলা হয়েছে যে খেলা শুরু হওয়ার ঘন্টা দুয়েক আগে থেকেই খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। মূলত ৫,৬, এবং ৭ নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন সমর্থকরা। এছাড়াও তিনটি স্ট্যান্ড সম্পূর্ণ ভর্তি হয়ে গেলে আরও কাউকে যে প্রবেশ করতে দেওয়া হবেনা সেটাও উল্লেখ করা হয়েছে।