সায়নকে নিতে আগ্ৰহী জামশেদপুর এফসি

বিগত বেশকিছু ফুটবল মরশুম ধরেই ছন্দে নেই জামশেদপুর এফসি (Jamshedpur FC)। এবা রের এই আইএসএল মরশুমের শেষের দিকে অনবদ্য লড়াই করলেও পয়েন্ট টেবিলের এগারো নম্বরে…

Sayan Banerjee, East Bengal, football

বিগত বেশকিছু ফুটবল মরশুম ধরেই ছন্দে নেই জামশেদপুর এফসি (Jamshedpur FC)। এবা রের এই আইএসএল মরশুমের শেষের দিকে অনবদ্য লড়াই করলেও পয়েন্ট টেবিলের এগারো নম্বরে থেকেই অভিযান শেষ করতে হয়েছে তাদের। ইন্ডিয়ান সুপার লিগের শুরুতে বিদেশি কোচ স্কট কুপারকে সরিয়ে ভারতীয় কোচ খালিদ জামিলকে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব। সময়ের সাথে সাথে তিনি দলকে কিছুটা ছন্দে আনতে সক্ষম হলেও পরবর্তীতে তা বজায় থাকেনি। একের পর এক হেভিওয়েট দলের কাছে পরাজিত হয়ে অনেকটাই পিছিয়ে পড়তে হয় একবারের শিল্ড জয়ীদের। তারফলে প্রথম ছয়ে সুযোগ করে নেওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে।

   

তবে নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া জামশেদপুর এফসি। সেজন্য, নিজেদের পরিকল্পনা অনুযায়ী একাধিক দেশি-বিদেশি ফুটবলারদের দিকে নজর গিয়েছে ম্যানেজমেন্টের। সেইমতো কথাবার্তা ও অনেকদূর এগোতে শুরু করেছে তারা। সেক্ষেত্রে দল থেকে বাদ পড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা এলসিনহো। এবারের এই ফুটবল মরশুমে অনবদ্য পারফরম্যান্স থেকেছে তার। একাধিক ক্ষেত্রে গোল কন্ট্রিবিউশন থেকেছে এই ফুটবলারের। যতদূর খবর, তাকে দলে পেতে চাইছে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসি। যদিও এখনো চূড়ান্ত হয়নি বিষয়টি। ‌

তবে এবার উঠে এল এক নয়া তথ্য। শোনা যাচ্ছে, ইমামি ইস্টবেঙ্গলের অন্যতম তরুণ ফুটবলার সায়ন ব্যানার্জিকে নিজেদের দলে টানতে চাইছে জামশেদপুর এফসি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই ফুটবল সিজনে সায়নের পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছে সকলের। জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলেও যথেষ্ট দাপিয়ে খেলেছেন এই ফুটবলার।

তাই সায়নের দিকে‌ যে একাধিক দলের নজর থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু হিসেব অনুযায়ী আগামী ২০২৬ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে মশাল ব্রিগেডের। সেজন্য, এই ফুটবলারকে দলে টানতে হলে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে জামশেদপুর এফসিকে। তাছাড়া নিজের পুরনো ক্লাব ছেড়ে সায়ন আদৌ অন্যত্র যেতে চাইবেন কিনা সেটাও দেখার।