Durand Cup: মহামেডানের সঙ্গে সম-পয়েন্টে জামশেদপুর

জামশেদপুর এফসি (Jamshedpur FC) ১৩২তম ডুরান্ড কাপে (Durand Cup) নিজেদের প্রথম জয় তুলে নিল।

Jamshedpur FC S

জামশেদপুর এফসি (Jamshedpur FC) ১৩২তম ডুরান্ড কাপে (Durand Cup) নিজেদের প্রথম জয় তুলে নিল। বৃহস্পতিবার মোহনবাগান মাঠে ভারতীয় নৌবাহিনী ফুটবল দলকে (আইএনএফটি) ১-০ গোলে পরাজিত করেছে জামশেদপুর। অ্যাশলে ৭০তম মিনিটে ম্যাচের ম্যাচ জয়ী গোলটি করেন। ‘বি’ গ্রুপে মুম্বাই সিটি ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এবং জামশেদপুর এখন মোহামেডান স্পোর্টিংয়ের সাথে তিন পয়েন্ট নিয়ে রয়েছে।

ম্যানেজার স্টিভেন ডায়াস তার জামশেদপুর একাদশে ছয়টি পরিবর্তন করেছিলেন। গত ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে ০-৫ গোলে পরাজিত হয়েছিল জামশেদপুর এফসি। মুম্বাইয়ের বিপক্ষে খেলায় ৪-৩-৩ এর পরিবর্তে দুই উইঙ্গারকে সামনে রেখে কৌশলও পরিবর্তন করেছিলেন তিনি।

   

নৌবাহিনীর কোচ অভিলাষ নায়ার তার গোলরক্ষক মোহিত সিংয়ের জায়গায় আয়ুষ জেনাকে দলে জায়গা দিয়ে মাত্র একটি পরিবর্তন করেছিলেন। তবে শেষ পর্যন্ত চোটের জন্য দ্বিতীয়ার্ধে ফের পরিকল্পনায় বদল করেন ভারতীয় নৌ বাহিনী ফুটবল দলের কোচ। ম্যাচের বেশিরভাগ সময় নেভির কাছে বলের দখল থাকলেও ম্যাচের স্কোরলাইন বলছে অন্য কথা।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছু পরেই গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল জামশেদপুর এফসি। গোলের খুব কাছ থেকে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় দল। শেষ পর্যন্ত ম্যাচের সত্তর মিনিটে নির্ণায়ক গোলটি করেন ইস্পাত নগরীর ফুটবলার অ্যাশলে।

Advertisements