Durand Cup: চেন্নাইয়িনের বিপক্ষে সহজ জয় জামশেদপুর এফসির

ডুরান্ড কাপে (Durand Cup) দ্বিতীয় জয় ছিনিয়ে নিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। প্রথম ম্যাচে আসাম রাইফেলসকে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করেছিল আইএসএলের এই ফুটবল দল।…

Jamshedpur FC Secures Easy Victory Over Chennaiyin FC in Durand Cup

ডুরান্ড কাপে (Durand Cup) দ্বিতীয় জয় ছিনিয়ে নিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। প্রথম ম্যাচে আসাম রাইফেলসকে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করেছিল আইএসএলের এই ফুটবল দল। এবার ও বজায় থাকল সেই ধারা। সূচি অনুযায়ী রবিবার ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) মুখোমুখি হয়েছিল জামশেদপুর। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করল খালিদ জামিলের ছেলেরা।

এদিন জামশেদপুরের জার্সি গোল করেন যথাক্রমে উংগায়াম মুইরাংগা এবং জর্ডান মারে। অপরদিকে চেন্নাইয়িন দলের হয়ে ব্যবধান কমান ভিন্সি ব্যারেটো। এই জয়ের ফলে আত্মবিশ্বাসের তুঙ্গে সানান মোহাম্মদ’রা। উল্লেখ্য, এই ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী থেকেছে‌ জামশেদপুর। মাঝমাঠ থেকে পাসিং ফুটবল খেলে অনায়াসেই আক্রমণে উঠে আসতে থাকেন ফুটবলাররা।

   

প্রথমার্ধে ৩২ মিনিটের মাথায় বল নিয়ে চেন্নাইয়িন এফসির রক্ষণভাগে ঢুকে পড়েন মোহাম্মদ সানান। সেখান থেকে গোলমুখী শট নিলে ও তা কাজে দেয়নি। প্রতিপক্ষ ডিফেন্ডারের মাথায় লেগে বল চলে যায় মাঠের বাইরে। কর্নার থেকে দুরন্ত হেডে গোল করে যান মুইরাংগা। প্রথমার্ধের শেষে এক গোলের ব্যবধানেই এগিয়ে থাকে জামশেদপুর।

দ্বিতীয়ার্ধ থেকে চেন্নাইয়িন এফসি চাপ বাড়ানোর চেষ্টা করলেও তা কাজে দেয়নি। ৬৫ মিনিটের মাথায় গোল করে ব্যবধান বাড়ান জামশেদপুর এফসির দাপুটে বিদেশি জর্ডান মারে। তারপর যথেষ্ট চাপে পড়ে যায় দক্ষিণের এই ফুটবল ক্লাব। তবে ৯০ মিনিটের মাথায় ব্যারেটোর গোলে ব্যবধান কমানো সম্ভব হলেও ম্যাচে ফেরা সম্ভব হয়নি চেন্নাইন দলের পক্ষে।