Transfer Window: ইন্ডিয়ান সুপার লীগে জাপানি সামুরাই!

Rei Tachikawa football

Transfer Window: জামশেদপুর এফসি (Jamshedpur FC) জাপানি ফুটবলার রেই তাচিকাওয়াকে (Rei Tachikawa) দলে চূড়ান্ত করে ফেলল। সম্প্রতি এই ফুটবলারকে নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। সোমবার ক্লাবের পক্ষ থেকে একটি কয়েক সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয় ফলোয়ারদের উৎসাহ বৃদ্ধি করা হয়।

তারপর থেকে জাপানের এই ফুটবলারকে কেন্দ্র করে বেড়ে দিয়েছিল চর্চা। ক্লাবের সঙ্গে তিনি এক বছরের চুক্তি করেছেন বলে ফুটবল মহলে শোনা গিয়েছিল। মেডিকেল ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় ছিল ক্লাব। সব নিশ্চিত হওয়ার পরেই ঘোষণা। ক্লাব সমর্থকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

   

রেই তাচিকাওয়া একজন জনপ্রিয় জাপানি মিডফিল্ডার যিনি বর্তমানে ইউরোপে খেলছেন। ওসাকা ইউনি এইচ অ্যান্ড এসএস-এ তার ক্যারিয়ার শুরু করার পর পেরাফিটা, ফেলগুইরাস এবং সান্তা লুসিয়ার মতো কয়েকটি শীর্ষ ইউরোপীয় ক্লাবের হয়ে খেলেছিলেন। গত মরুসুমে মাল্টার প্রিমিয়ার লিগের ক্লাব সাইরেনস এফসির হয়ে খেলেছিলেন তিনি। এই দলটির হয়ে ২৩ ম্যাচ খেলে ২ গোল করেছিলন এই জাপানি মিডফিল্ডার। প্রাথমিকভাবে সেন্ট্রাল মিডফিল্ডার হলেও সেন্টার ফরোয়ার্ড হিসেবেও খেলতে পারেন তিনি।

জামশেদপুর এফসি আগামী মরসুমের ইন্ডিয়ান সুপার লীগের জন্য স্কোয়াডে ব্যাপক পরিবর্তন করেছে। ইতিমধ্যে স্কট কুপারকে প্রধান কোচ হিসাবে নিয়োগ করেছেন শিল্ড জয়ী ভারতীয় ক্লাব। এছাড়াও শীর্ষ ছয়ে জায়গা পাওয়ার জন্য জামশেদপুর এফসি তাদের স্কোয়াডটি নতুন করে সাজিয়ে তুলেছে ধীরে ধীরে। ক্লাবের সঙ্গে ইতিমধ্যে পিটার স্লিসকোভিচের যুক্ত হয়েছেন। সংবাদ মাধ্যম রিপোর্টে দাবি করা হচ্ছে যে বর্তমানে একজন বিদেশি স্ট্রাইকারের সাথে কথা চালাচ্ছে ক্লাব। আগামী সিজনে হয়তো ইশান পণ্ডিতিয়ার সঙ্গে আর চুক্তির বাড়াবে না ইস্পাত নগরীর এই ফ্র্যাঞ্চাইজি টিম।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন