গত ফুটবল সিজনে ও খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি জামশেদপুর এফসির (Jamshedpur FC)। টুর্নামেন্টের শেষের দিকে দল অনবদ্য লড়াই করলেও শেষ পর্যন্ত লিগ টেবিলের এগারো নম্বরেই অভিযান শেষ হয়েছে তাদের। বিদেশি কোচ স্কট কুপারকে সরিয়ে ভারতীয় কোচ খালিদ জামিলকে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব। সময়ের সাথে সাথে তিনি দলকে কিছুটা ছন্দে আনতে সক্ষম হলেও আইএসএলে একেবারে ধরাশায়ী হতে হয় তাদের। একের পর এক হেভিওয়েট দলের কাছে পরাজিত হয়ে অনেকটাই পিছিয়ে পড়তে হয় একবারের শিল্ড জয়ীদের।
তবুও একটা সময় প্লে-অফের লড়াইয়ে তাদের থাকার সম্ভাবনা দেখা গেলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ইস্টবেঙ্গলের পাশাপাশি বেঙ্গালুরুর মতো হেভিওয়েট ক্লাব গুলিকে পিছনে ফেলে উঠে আসে চেন্নাইন। কিন্তু নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া জামশেদপুর এফসি। কোচের নির্দেশ অনুযায়ী একাধিক দেশি-বিদেশী ফুটবলারদের দিকে নজর ছিল ম্যানেজমেন্টের। সেইমতো কথাবার্তা ও অনেকদূর এগোতে শুরু করেছে তারা। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো ঘোষনা করা হতে পারে নয়া ফুটবলারদের নাম। সেদিকেই তাকিয়ে সবাই।
কিন্তু তার আগে নিজেদের দলের একাধিক ফুটবলারদের রিলিজ করেছে ক্লাব। পূর্বেই জানা গিয়েছিল ব্রাজিলিয়ান তারকা এলসিনহোর কথা। নয়া সিজনে তাকে নিশ্চিত করে ফেলেছে ওয়েন কোয়েলের চেন্নাইন। এছাড়াও বাদ পড়তে পারেন একাধিক ফুটবলার। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে দলের গোলরক্ষক টি পি রেহেনেশের নাম।
গত সিজনে জামশেদপুরের হয়ে দলের তিন কাঠি সামাল দিয়েছিলেন এই ফুটবলার। মোট ২০টি ম্যাচ খেলে ৫টি ক্লিনশিট ছিল এই গোলরক্ষকের। যদিও সেইসাথে ২৭ টি গোল ও হজম করতে হয়েছিল তাকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল দলের কাছে। হিসেব অনুযায়ী গত মাসের শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল ক্লাবের। অবশেষে গত সোমবার রাতে তাকে বিদায় জানায় ক্লাব।