ফ্রেঞ্চ তারকা ফুটবলারকে দলে এনে চমক দিতে চলেছে Jamshedpur FC

Jamshedpur FC

বিশ্ব ফুটবলের পরিচিত মুখ হাতিম বেন আরফা খেলতে আসতে পারে আইএসএলে। উইংগার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলা এই ফ্রেঞ্চ ফুটবলার’কে একটা সময় ফ‍রাসি ফুটবলের অন‍্যতম সেরা প্রতিভা বলে পরিচিত ছিলো।

Advertisements

২০০৭ থেকে ২০১৫ সাল অবধি ফ্রান্সের জাতীয় দলের হয়ে খেলা এই ফুটবলার ক্লাব স্তরে খেলেছিলেন লিয়ঁ,মার্সে,নিউক‍্যাসল ইউনাইটেড,হাল সিটি,নিস,প‍্যারিস সাঁজা,রেঁনে,রিয়াল ভালোদোয়িদ,বোর্দো,লিঁলের মতো প্রথম সারির ক্লাবে।বর্তমানে ফ্রি এজেন্ট এই ফুটবলার’কে প্রস্তাব দিতে পারে জামশেদপুর এফসি,এমনটাই জানা গেছে।তিনি খেলতে এলে নিঃসন্দেহে আলাদা মাত্রা পেতে চলেছে আইএসএল।

Advertisements