দল বদলের বাজারে (Transfer Window) এবার জামশেদপুর এফসির (Jamshedpur FC) চমক দেওয়ার পালা। ফ্রান্সের এক ফুটবলারকে দলে নেওয়ার কথা জানিয়েছে ক্লাব। একটি ভিডিও পোস্ট করার মাধ্যমে ক্লাব সমর্থকদের মধ্যে আগ্রহ বাড়িয়ে দিয়েছে জামশেদপুর এফসি। কে এই ফরাসি তারকা?
শুক্রবার সকালে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব জামশেদপুর এফসি নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করে। কয়েক সেকেন্ডের এই ভিডিওর মাধ্যমে এক ফরাসি তারকার আগমনের কথা জানিয়েছে ক্লাব। কিন্তু নাম এখনও প্রকাশ্যে আনেনি। কে হতে পারেন এই ফ্রেঞ্চ? ভিডিওর কমেন্ট বিভাগে চলছে বিস্তর জল্পনা। যদিও অনেকেই একজন ফুটবলারের নাম লিখেছেন কমেন্টে। সমর্থকদের জল্পনায় রয়েছেন Jérémy Manzorro। শেষ পর্যন্ত এই জল্পনায় সিলমোহর পড়েছে। খানিক পরে আরো একটি পোস্ট করে জামশেদুর এফসি। জানানো হয়, ক্লাবে যোগ দিয়েছেন জেরেমি।
FRENCH FIREPOWER IS HERE! 🔥🇫🇷
Jeremy Manzorro will be the newest Man of Steel! ⚔️🤝#JamKeKhelo #BonjourManzorro pic.twitter.com/Ki0P4MxPfG
— Jamshedpur FC (@JamshedpurFC) July 21, 2023
কে এই Jérémy Manzorro? ফ্রান্সের ফুটবলার বলে প্রোফাইল যে খুব হাইফাই এমনটা না। বরং নিজের দেশের টপ ডিভিশনে সুযোগ পাননি। অন্যান্য দেশের প্রথম শ্রেণীর টুর্নামেন্টে খেলেছেন প্রচুর। খেলেন মূলত মাঝমাঠে, উইং কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশন। বয়স এখন ৩১ বছর, উচ্চতা ছয় ফুটের কাছাকাছি। মধ্য এশিয়ার ফুটবল সম্পর্কে ভালো ধারণা রয়েছে। ২০১৯ থেকে খেলেছেন কাজাখস্তান প্রিমিয়ার লীগে। টুর্নামেন্ট সেরা হয়েছিলেন ২০২১ সালে। লিথুনিয়া A Lyga জিতেছেন ২০১৭ সালে।
জামশেদপুর এফসি সমর্থকদের একাংশ ধরেই নিয়েছেন যে Jérémy Manzorro আসতে চলেছেন তাদের ক্লাবে। অনেকেই তার আগমনের খবরে খুশি হতে পারছেন না। কারণ তার ফুটবল কেরিয়ারে নেই বড় কোনো ক্লাবের নাম। তবে জেরেমির অভিজ্ঞতা এবং এশিয়ান ফুটবল সম্পর্কে ধারণা দলের কাজে দিতে পারে। তাছাড়া ইন্ডিয়ান সুপার লীগে এমন অনেক বিদেশি খেলোয়াড় রয়েছেন যাদের প্রোফাইল হয়তো চোখ ধাঁধানো নয়, কিন্তু মাঠে বেশ কার্যকর।