Jamshedpur FC: খালিদ জামিলের সঙ্গে চুক্তি বাড়াল জামশেদপুর

Khalid Jamil appoint as Jamshedpur FC coach

বেশকিছু ফুটবল সিজন ধরেই একেবারে ছন্দে ছিল না জামশেদপুর এফসি (Jamshedpur FC)। একটি মরশুমে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হলেও সময় যত এগিয়েছে ততই হতাশাজনক পারফরম্যান্স থেকেছে তাদের। সান্তা মারিনা থেকে শুরু করে স্কট কুপারের মতো বিদেশী কোচদের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হলেও খুব একটা ভালো পারফরম্যান্স হয়নি এই ফুটবল ক্লাবের।

সবকিছু মাথায় রেখেই গত সিজনে জামশেদপুরের দায়িত্ব তুলে দেওয়া হয় ভারতীয় কোচ খালিদ জামিলের হাতে। তারপর থেকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে এই ফুটবল ক্লাব। একটা সময় আইএসএলের প্লে-অফের লড়াইয়ে ও টিকেছিল দল।

   

যদিও পরবর্তীতে ছিটকে যেতে হয়েছে তাদের। কিন্তু দলের পারফরম্যান্স কিছুটা হলেও খুশি করে ম্যানেজমেন্টকে। সেজন্য, আগামী দুইটি ফুটবল সিজনের জন্য ও তার উপরেই ভরসা রাখল জামশেদপুর। আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সরকারীভাবে ঘোষণা করা হয় সেই কথা। তাই গতবারের মতো এবারও এই ভারতীয় কোচের নির্দেশ মতোই খেলোয়াড় চূড়ান্ত করছে ম্যানেজমেন্ট। আগের আইএসএলে জাভিয়ের সিভেরিও টোরো সহ একাধিক দেশীয় ফুটবলারদের দলে টেনেছিল এই ক্লাব। যার প্রভাব ও দেখা গিয়েছিল দলের পারফরম্যান্সে।

এবার সেই ধারাই বজায় রাখার লক্ষ্য তাদের। একটা সময় আইজল এফসিকে আইলিগ চ্যাম্পিয়ন করেছিলেন খালিদ জামিল। পরবর্তীতে তিনি চলে আসেন কলকাতায়। ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগানের মতো হেভিওয়েট দলেও কোচিং করিয়েছেন তিনি। কিন্তু সেভাবে সফল না হলেও এবার ইন্ডিয়ান সুপার লিগে নিজের হারানো ফর্ম ফেরানোই লক্ষ্য এই ভারতীয় কোচের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন