ইস্টবেঙ্গলের পর ডুরান্ড কোয়ার্টারের টিকিট নিশ্চিত করল আইএসএলে শিল্ড জয়ী ক্লাব

Jamshedpur FC ease into Durand Cup 2025 quarterfinals with comfortable victory over 1 Ladakh FC

ডুরান্ড কাপের ১৩৪তম (Durand Cup 2025) সংস্করণে গ্রুপ সি’র শেষ ম্যাচে ১ লাদাখ এফসিকে (1 Ladakh FC) ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল জমশেদপুর এফসি (Jamshedpur FC)। এদিন নিজেদের ঘরের মাঠ, জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচ শুরুর প্রথম থেকেই আধিপত্য দেখিয়েছে খালিদ জামিলের ছাত্ররা। গ্ৰুপ পর্বে অপরাজিত থেকে শীর্ষে শেষ করল ইস্পাত নগরীর দল। কোচ খালিদ জামিল ম্যাচের আগেই বলেছিলেন, “আমরা জয়ের জন্য খেলব।”

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে জমশেদপুর। তৃতীয় মিনিটেই সুযোগ পান প্রফুল কুমার, কিন্তু প্রণয় হালদারের পাস পেয়ে একেবারে গোলরক্ষকের সামনে থেকেও লক্ষ্যভ্রষ্ট হন। এরপর সাননের ক্রস থেকে সোহায়ারের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ২৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু। ডান দিক দিয়ে ভিন্সি ব্যারেটোর দৌড় এবং নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন লাদাখের ডিফেন্ডার সিজু। ১-০ এগিয়ে যায় জামশেদপুর।

   

প্রথমার্ধের বাকি সময়ে জমশেদপুর আরও কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি। সানন ও জয়েশ রানে বেশ কয়েকবার প্রতিপক্ষের গোলকিপারকে চাপে ফেলেন, তবে লাদাখ রক্ষণের দৃঢ়তা গোল আটকাতে সক্ষম হয়।

দ্বিতীয়ার্ধে শুরুর কয়েক মিনিটেই কর্নার থেকে গোল পেয়ে যায় জমশেদপুর। কর্নারের পর গোলমুখে তৈরি হওয়া হঠাৎ গোলমেল অবস্থায় বলটি পেয়ে যান প্রফুল কুমার। এবার আর ভুল করেননি তিনি। জোরালো শটে বল জালে জড়িয়ে ম্যাচে জমশেদপুরের দাপট আরও বাড়ান।

এরপর খালিদ জামিল কিছু পরিবর্তন আনেন, রেই তাচিকাওয়া-সহ কিছু তরুণ খেলোয়াড় মাঠে নামেন। সোহায়ার একক প্রচেষ্টায় বল কেড়ে নিয়ে সাননকে পাস দিলেও তার শট পোস্টের বাইরে যায়। ম্যাচের অতিরিক্ত সময়ে রেইও কাছাকাছি এসেছিলেন গোল করতে, কিন্তু লাদাখ গোলকিপারের দুরন্ত সেভে তা রক্ষা পায়।

১ লাদাখ এফসি পুরো ম্যাচেই একবারের জন্যও জমশেদপুরের রক্ষণকে ভয় দেখাতে পারেনি। তাদের ৪-৩-৩ ছকে সাজানো দল পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলে জমশেদপুরের দাপটে। তাদের আক্রমণভাগে কোনও সমন্বয় ছিল না এবং মাঝমাঠেও তারা আটকে যায় প্রতিপক্ষের কাছে।

Jamshedpur FC ease into Durand Cup 2025 quarterfinals with comfortable victory over 1 Ladakh FC

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন