‘সামু-রেই’-এর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিল Jamshedpur FC

জাপানের তারকা মিডফিল্ডার রেই তাচিকাওয়ার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। রে আরও দুই মরসুমের জন্য মেন অফ স্টিলের সঙ্গে যুক্ত থাকবেন। Sajal…

Jamshedpur FC contract extent with Rei Tachikawa

জাপানের তারকা মিডফিল্ডার রেই তাচিকাওয়ার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। রে আরও দুই মরসুমের জন্য মেন অফ স্টিলের সঙ্গে যুক্ত থাকবেন।

Sajal Bag: ISL খেলা সজল নিজেকে চেনালেন আরও একবার

   

জামশেদপুর এফসি’র হয়ে তাচিকাওয়ার প্রথম মরসুমে প্রভাব বিস্তার করতে পেরেছিলেন। ২৬ বছর বয়সী এই ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগ ও কলিঙ্গ সুপার কাপে ২২টি ম্যাচ খেলে পাঁচটি গোল করার পাশাপাশি ২৫টি সুযোগ তৈরি করেছিলেন। তাচিকাওয়া দলের প্রধান কোচ খালেদ জামিলের কোচিংয়ে অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে উঠে এসেছিলেন।

এই বিদেশি ফুটবলার সম্পর্কে জামশেদপুর এফসির হেড কোচ খালিদ জামিল বলেছেন, ‘রে নিজেকে একজন টেকনিক্যাল ও ক্ষুরধার খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছে। শুধু গোলই করিনি, সতীর্থদের জন্যও অনেক সুযোগ তৈরি করেছে। তাচিকাওয়াকে ধরে রাখা দলের জন্য একটি ইতিবাচক দিক হিসেবে প্রমাণিত হতে পারে। ওর দৃঢ় মানসিকতা রয়েছে এবং সে এমন একজন যোদ্ধা যে দলের জন্য তার সবটুকু দেওয়ার জন্য প্রস্তুত।’

গত মরসুমে আইএসএলে এশিয়ান বংশোদ্ভূত সেরা বিদেশি ফুটবলারদের মধ্যে অন্যতম ছিলেন তাচিকাওয়া। ২০২৩ সালে মাল্টার দল সাইরেনস এফসি থেকে জামশেদপুর এফসিতে যোগ দিয়েছিলেন। ইউরোপীয় ফুটবলে পর্তুগিজ দল পেরাফিতার হয়ে নিজেকে প্রমাণ করেছিলেন। তাচিকাওয়ার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিস্থিতি অনুযায়ী খেলার ক্ষমতা রাখে।

Mohammedan SC: ৩ পাসে গোল, মহামেডানের এই বিষয়টি চিন্তায় রাখবে অন্য দলগুলোকে

ক্লাবের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করার পর রে বলেছেন, ‘জামশেদপুর এফসির হয়ে খেলা চালিয়ে যেতে পেরে আমি রোমাঞ্চিত। ভক্তদের সমর্থন এবং ঝাড়খণ্ড ও ভারতের অনন্য সংস্কৃতি এখানে আমার সময়কে আরও উপভোগ্য করে তুলেছে।’ আগামী মরসুমেও ক্লাবের জন্য উল্লেখযোগ্য পারফরম্যান্স করার ব্যাপারে আশাবাদী রেই তাচিকাওয়া।