ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়ে কী বললেন খালিদ জামিল?

দুই ম্যাচ পর ফের ধাক্কা খেল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। গত শনিবার অ্যাওয়ে ম্যাচে তাঁরা খেলতে নেমেছিল অস্কার ব্রুজনের ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে…

Khalid Jamil of Jamshedpur FC Coach on East Bengal FC

দুই ম্যাচ পর ফের ধাক্কা খেল জামশেদপুর এফসি (Jamshedpur FC)। গত শনিবার অ্যাওয়ে ম্যাচে তাঁরা খেলতে নেমেছিল অস্কার ব্রুজনের ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে তাঁদের পরাজিত হতে হয় কলকাতা ময়দানের এই প্রধানের কাছে। দলের হয়ে একটি মাত্র গোল করে যান গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস। এই ম্যাচে জয়ের ফলে অনায়াসেই পয়েন্ট টেবিলের কিছুটা উপরে চলে আসে মশাল ব্রিগেড। তবে লড়াইটা খুব একটা সহজ ছিল না কারুর কাছে।

East Bengal Eyes Victory Streak with Jamshedpur Clash: Spotlight on Starting XI

   

হিসাব অনুযায়ী ইস্টবেঙ্গলের হোম গ্ৰাউন্ডে ম্যাচ হলেও গোটা ম্যাচ জুড়ে যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে খালিদ জামিলের ছেলেরা। প্রথমার্ধে কারুর পক্ষে গোলের মুখ খোলা সম্ভব না হলেও দ্বিতীয়ার্ধ শুরু হতেই ব্যাপক চাপ বাড়াতে শুরু করে দুই দল। বেশ‌ কয়েকবার গোলের সুযোগ ও তৈরি করেছিল জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে মহম্মদ শাননরা। কিন্তু প্রতিপক্ষের দক্ষ ডিফেন্সে আটকে যেতে হয়েছিল বারংবার। পরবর্তীতে ইস্টবেঙ্গল এগিয়ে গেলেও পাল্টা আক্রমণ করতে শুরু করে একবারের লিগশিল্ড জয়ীরা।

East Bengal, ISL , East Bengal vs Jamshedpur, Dimitrios Diamantakos , East Bengal performance,

কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি। যারফলে তিন পয়েন্ট হাতছাড়া করেন কলকাতা ছাড়ছে জামশেদপুর দল। যা নিঃসন্দেহে হতাশ করেছে খালিদ জামিলকে। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা এই ম্যাচে ভাল খেলেছি এবং আমরা হেরেছি। এমন নয় আমরা অফ কালার ছিলাম। আমরা ম্যাচের শুরু থেকেই একাধিকবার গোল করার সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু আমরা সেটা বজায় রাখতে পারিনি। যারফলে আমাদের পরাজিত হতে হয়েছে‌। সকলেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন থাকেনি।”

তবে এই হতাশা ভুলে পরবর্তী ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর জামশেদপুর এফসি। এই প্রসঙ্গে ভারতীয় কোচ আরও বলেন, “আমরা পরের ম্যাচ নিয়ে এখন ভাবব। আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। ছেলেদের আরও

ভালো খেলতে হবে। প্রত্যেককে কঠোর পরিশ্রম করতে হবে। তারপরে গিয়েই আমরা একটা ইতিবাচক ফলাফল পাব।” আগামী ২৯শে ডিসেম্বর হোম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলতে নামবে জামশেদপুর এফসি। এখন এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া আইএসএলের এই ফুটবল দল।