ইস্টবেঙ্গলকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ খালিদ জামিল

গত কয়েক সিজন ধরেই একেবারে ছন্দে ছিলনা জামশেদপুর এফসি (Jamshedpur FC)। একটি মরশুমে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হলেও সময় যত এগিয়েছে ততই হতাশাজনক পারফরম্যান্স থেকেছে তাঁদের।…

Khalid Jamil of Jamshedpur FC Named Best Coach of the Year

গত কয়েক সিজন ধরেই একেবারে ছন্দে ছিলনা জামশেদপুর এফসি (Jamshedpur FC)। একটি মরশুমে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হলেও সময় যত এগিয়েছে ততই হতাশাজনক পারফরম্যান্স থেকেছে তাঁদের। সান্তা মারিনা থেকে শুরু করে স্কট কুপারের মতো বিদেশী কোচদের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হলেও খুব একটা ভালো পারফরম্যান্স হয়নি এই ফুটবল ক্লাবের। সবকিছু মাথায় রেখেই গত সিজন থেকে জামশেদপুরের (Jamshedpur FC) দায়িত্ব তুলে দেওয়া হয় ভারতীয় কোচ খালিদ জামিলের (Khalid Jamil) হাতে। তারপর থেকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে এই ফুটবল ক্লাব।

   

সেবার টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করা সম্ভব না হলেও দলের পারফরম্যান্স কিছুটা হলেও খুশি করে ম্যানেজমেন্টকে। সেজন্য, আগামী দুইটি ফুটবল সিজনের জন্য ও তার উপরেই ভরসা রাখে জামশেদপুর (Jamshedpur FC)। তাঁর ফল এবার হাতেনাতে পাচ্ছে আইএসএলের এই ফুটবল ক্লাব। নয়া আইএসএল মরসুমের শুরু থেকেই ব্যাপক ছন্দে রয়েছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। প্রথম দুইটি ম্যাচেই তাঁরা পরাজিত করেছে এফসি গোয়া এবং শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে।

এই জয়ের ফলে বর্তমানে পয়েন্ট টেবিলের অনেকটাই উপরে উঠেছে জামশেদপুর (Jamshedpur FC)। এবার সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য খালিদ জামিলের (Khalid Jamil) ছেলেদের। আইএসএলের সূচি অনুযায়ী শনিবার বিকেলে নিজেদের ঘরের মাঠে পরবর্তী ম্যাচ খেলতে নামবে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দুর্বল ইস্টবেঙ্গল (East Bengal)।‌ গত কয়েক সিজনের মতোই ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো হয়নি ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হতে হয়েছিল প্রথম ম্যাচ। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। তারপর কেরালা ও গোয়ার কাছে ও ধরাশায়ী হতে হয় তাঁদের।

যারফলে আসন্ন এই ফুটবল ম্যাচ থেকেই ছন্দে ফিরতে মরিয়া ময়দানের এই প্রধান। যদিও প্রতিপক্ষের দিকে নজর রাখার তুলনায় নিজেদের খেলার দিকেই বাড়তি নজর দিতে চান জামশেদপুর (Jamshedpur FC) কোচ খালিদ জামিল (Khalid Jamil)। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ” আমরা নিজেদের দিকেই নজর দিতে চাই। প্রতিপক্ষের দিকে নয়। আমরা যদি ভালো খেলি কিংবা গেম প্ল্যান মেনে চলি তাহলে আমরা ইতিবাচক ফল পাবই।”