জামশেদপুরে যোগ দিতে চলেছেন দুই প্রধানে খেলা এই প্রাক্তন তারকা

এবারের গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ঘর গোছাতে শুরু করেছে প্রত্যেকটি ক্লাব। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের পাশাপাশি এক্ষেত্রে প্রথম থেকেই…

VP Suhair

এবারের গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ঘর গোছাতে শুরু করেছে প্রত্যেকটি ক্লাব। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের পাশাপাশি এক্ষেত্রে প্রথম থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল মুম্বাই সিটি এফসি। দলের একাধিক ফুটবলারদের রিলিজ করে দিয়ে তাঁদের পরিবর্তে বেশ কিছু নতুন ফুটবলারদের যুক্ত করেছে উভয় দল। তবে এক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই খালিদ জামিলের জামশেদপুর এফসি (Jamshedpur FC)। বর্তমানে সময় যত এগোচ্ছে দলবদলের বাজারে ততই প্রভাব বিস্তার করে আসছে ইস্পাত নগরীর এই ফুটবল দল।

Advertisements

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই উঠে আসতে শুরু করেছিল একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের নাম। তবে শুধুমাত্র তাঁদের সই করানোই নয়। নয়া মরসুমের কথা মাথায় রেখে বেশকিছু ফুটবলারদের রিলিজ ও করে দেওয়ার পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। সেইমতো বিদায় ও জানানো হয়েছে একাধিক ফুটবলারকে। উল্লেখ্য গত কয়েকদিন আগেই লাল-হলুদের এক তারকা ডিফেন্ডারকে দলে টেনেছিল জামশেদপুর এফসি। তিনি নিশু কুমার। দিনকয়েক আগেই নিজের সোশ্যাল সাইট থেকে দল ছাড়ার কথা জানিয়েছিলেন এই ফুটবলার। তার কিছু সময়ের মধ্যেই নিশুর যোগদানের কথা ঘোষণা করেছিল জামশেদপুর।

   

কিন্তু সেখানেই শেষ নয়। এখনও রয়েছে চমক। বিশেষ সূত্র মারফত খবর, আসন্ন নয়া মরসুমে এবার জামশেদপুরে যোগদান করতে চলেছেন ভারতীয় উইঙ্গার ভিপি সুহের। শেষ সিজনে গোকুলাম কেরালা এফসির হয়ে প্রায় ১৭টি ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার। যার মধ্যে তিনটি অ্যাসিস্ট ছিল কেরালার এই ফুটবলারের। তবে গত মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল আইলিগের এই ফুটবল দলের। যারফলে খুব শীঘ্রই এবার জামশেদপুর এফসিতে যোগদান করতে পারবেন বত্রিশ বছর বয়সী এই দাপুটে ফুটবলার।

উল্লেখ্য, এর আগেও ভারতীয় কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে নিজেকে মেলে ধরেছিলেন ভিপি সুহের। এমনকি কলকাতা ময়দানের দুই প্রধানের হয়ে ও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু এবার জামশেদপুরের হয়ে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ।