চলতি আইএসএল মরসুমের শুরুতে জেমি ম্যাকলারেনকে সই করায় মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। এই অজি বিশ্বকাপারকে দলে সই করানো নিঃসন্দেহে বড়সড় চমক ছিল ময়দানের এই প্রধানের। তবে শুরুটা খুব একটা ভালো ছিল না এই গোলমেশিনের। সিজনের প্রথম থেকেই তাঁর অনবদ্য পারফরম্যান্সের সাক্ষী থাকার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। যারফলে কিছুটা হলেও আশাহত হতে হয়েছিল সবুজ-মেরুন সমর্থকদের। কিন্তু সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠতে দেখা গিয়েছে এই বিদেশি ফরোয়ার্ডকে। বিশেষ করে দেশের এই প্রথম ডিভিশন লিগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে অভূতপূর্ব পারফরম্যান্স করেন জেমি ম্যাকলারেন।
চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে দুইটি লেগেই গোল পেয়েছিলেন এই অজি তারকা। যা নিঃসন্দেহে এনে দিয়েছিল জয়। তারপর সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছেন ম্যাকলারেন। বিশেষ করে গত কয়েকটি ম্যাচে তাঁর পারফরম্যান্স সহজেই মন জয় করেছে সকল সমর্থকদের। যার সুবাদে অনায়াসেই শিল্ড জয়ের দৌড়ে এগিয়ে গিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। শেষ ম্যাচে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে গোলের মুখ খোলা সম্ভব না হলেও এই অস্ট্রেলিয়ান ফুটবলারের সক্রিয়তা যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল প্রতিপক্ষ দলকে।
এমন সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে ও বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়েছিলেন বাগানের এই ফুটবলার। তবে শেষ মুহূর্তে ম্যাচের অতিরিক্ত সময় গোল করে দলের শিল্ড জয় নিশ্চিত করে দেন দলের আরেক অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস। বর্তমানে সেই নিয়েই মাতোয়ারা আপামর বাগান জনতা। দলের জার্সিতে প্রথম বছর খেলতে এসে এমন অভূতপূর্ব সাফল্য পেয়ে যথেষ্ট খুশি অজি ফুটবলার জেমি ম্যাকলারেন। অস্ট্রেলিয়া থেকে ভারতে এসে মোহনবাগানে যোগদান করে তিনি যে কোনও ভুল করেননি এবার সেটাই জানালেন এই হাইপ্রোফাইল ফুটবলার।
একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” কলকাতায় যে মুহুর্তে আমি অবতরণ করি, আমি বুঝতে পেরেছিলাম যে আমি সঠিক জায়গায় এসেছি। তাছাড়া বিমানবন্দরে সমর্থকদের থেকে আমি যে অভ্যর্থনা পেয়েছি তা এমন কিছু যা আমি আগে কখনও অনুভব করিনি । যা বলে প্রকাশ করা কঠিন।” তাঁর এমন মন্তব্য নিঃসন্দেহে খুশি করেছে সকল সমর্থকদের।