Jamie Maclaren: ঘাড়ের কাছে ব্যান্ডেজ, জেমি নিজেই দিলেন আপডেট

ডুরান্ড কাপের সেমিফাইনাল জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সেমিফাইনালেও খেলতে পারেননি মোহনবাগানের নতুন তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)।…

Jamie Maclaren

ডুরান্ড কাপের সেমিফাইনাল জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সেমিফাইনালেও খেলতে পারেননি মোহনবাগানের নতুন তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)। কবে ফিরবেন মাঠে? এখন কতটা সুস্থ রয়েছেন? জেমিকে ঘিরে রয়েছে একাধিক প্রশ্ন। মেলবোর্ন সিটি এফসির প্রাক্তন ফুটবলার এবার নিজেই দিলেন আপডেট।

   

৬, ৬, ৬, ৬, ৬… ৩৩৩ স্ট্রাইক রেট, অনেকেই চেনেন না এই ভারতীয় ব্যাটসম্যানকে

ঘরের সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন জেমি ম্যাকলারেন। কলকাতায় এসে অনুশীলনে যোগ দিলেও পুরো মাত্রায় প্র্যাকটিস করার ক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন। তারপরেই তাঁর ঘাড়ের সমস্যার কথা জানা গিয়েছিল। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল মুম্বইয়ে।

জেমি কেমন আছেন, ডুরান্ড কাপে খেলতে পারবেন কি না সে ব্যাপারে মোহনবাগান সমর্থকদের মধ্যে কৌতূহল রয়েছে। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলের স্টোরিতে ছবি সমেত আপডেট দিয়েছেন জেমি। স্টোরিতে তিনি কী দিয়েছেন?

লেটেস্ট একটি ছবি স্টোরিতে দিয়েছেন তারকা স্ট্রাইকার। ঘাড়ের কাছে রয়েছে ব্যান্ডেজ। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘আপনার সবার মেসেজের জন্য ধন্যবাদ। আমি ভাল আছি। সেপ্টেম্বরে মাসে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ ও এসিএল-এর দিকে ১০০% ফোকাস থাকবে আমার।’

এক সময় খেলেছিলেন সৌরভ-দ্রাবিড়ের সঙ্গে, তারপর উধাও! এখন কী করছেন জ্ঞানেন্দ্র?

জেমি ম্যাকলারেনের সই সংবাদ শুনে যারপরনাই আনন্দিত হয়েছিলেন মোহনবাগান সমর্থকরা। উষ্ণ অভ্যর্থনার সঙ্গে দমদম বিমান বন্দরে সমর্থকরা তাঁকে বরণ করে নিয়েছিলেন। মেলবোর্ন সিটি এফসির হয়ে রেকর্ড সংখ্যক গোল করেছিলেন জেমি। সেখান থেকে মোহনবাগান সুপার জায়ান্ট। তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ যে উর্ধমুখী হবে সেটা বলার অপেক্ষা রাখে না। জেমিকে বল পায়ে মাঠে দেখার জন্য ফুটবল প্রেমীরা মুখিয়ে রয়েছেন। কিন্তু তিনি খেলতে নামবেন কবে সেটাই এক বিরাট প্রশ্ন হয়ে উঠেছে।