Kolkata IT Raid: প্রাক্তন IFA সভাপতি উৎপল গাঙ্গুলির বাড়িতে কি কালো টাকা আছে?

IT raid

ময়দান সরগরম। কারণ, প্রাক্তন IFA সভাপতি উৎপল গাঙ্গুলির বাড়িতে আয়কর অভিযান (Kolkata IT Raid) চলছে। তার ঢাকুরিয়ার বাড়িতে কী মিলল? এই প্রশ্নে বঙ্গ ক্রীড়ামহল সরগরম। তবে আয়কর বিভাগ নীরব। ময়দানে চড়ছে উত্তেজনা।

Advertisements

অন্যদিকে ঝাড়খণ্ড আর ওড়িশায় আয়কর বিভাগের অভিযানে দেশে এখনও পর্যন্ত সর্ববৃহত কালো টাকা মিলেছে বলে দাবি করা হয়। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর জমানো কালো টাকার পরিমান ৫০০ কোটি ছাড়াতে পারে বলে অনুমান। বুধবার থেকে দুই রাজ্য অভিযান ও গণনা চলছে। এবার পশ্চিমবঙ্গের রাজধানী শহরে আয়কর অভিযান। প্রাক্তন ফুটবল কর্তা তথা আইএফএ প্রাক্তন সভাপতির ঘরে কি কালো টাকা আছে?

জানা গেছে উৎপল গাঙ্গুলি একটি বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত। আর্থিক তছরুপ, আয়কর ফাঁকিসহ একাধিক অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চলছে।

Advertisements

উৎপলবাবু ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে ২০১৯ সালে ইস্তফা দেন। ফুটবল কর্তা থেকে হয়ে যান ব্যবসায়ী। মদ ব্যবসার সাথে যুক্ত হন। সেই বিদেশি মদ ব্যবসা প্রতিষ্ঠানটির সাথে উৎপল গাঙ্গুলির লেনদেন নিয়েই সন্দেহ।

সোমবার ঢাকুরিয়ার সাউথ এন্ডে প্রাক্তন আইএফএ সভাপতির ফ্ল্যাটে আয়কর অফিসারদের অভিযান শুরু হতেই কলকাতা সরগরম। উৎপলবাবুকে জেরা করেন আয়কর অফিসাররা। ঢাকুরিয়ার পাশাপাশি বালিগঞ্জ, কাশীপুরসহ একাধিক জায়গাতে চলছে আয়কর তল্লাশি।