ISL: মোহনবাগান ছাড়াও বড় বাজেটের দল গড়তে পারে এই ক্লাবটি

এবারের মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) অনেক ক্লাব প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেনি। আগামী ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু সই সংবাদ পাওয়ার আশা করতে পারেন ফুটবল…

Bengaluru FC

এবারের মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) অনেক ক্লাব প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেনি। আগামী ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু সই সংবাদ পাওয়ার আশা করতে পারেন ফুটবল প্রেমীরা। মোহনবাগান সুপার জায়ান্ট আবারও বড় বাজেটের দল করতে পারে। সেই সঙ্গে চমক দিতে পারে ইন্ডিয়ান সুপার লিগের আরও একটা ক্লাব।

সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির খেলা এবার রীতিমতো হতাশ করেছে ফুটবল প্রেমীদের। বেঙ্গালুরু এফসির কর্ণধার পার্থ জিন্দল দলের পারফরম্যান্সে নিজেও হতাশা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় পার্থ বারবার দলের খারাপ পারফরম্যান্স সম্পর্কে দুঃখ প্রকাশ করেছেন। বদল করেছেন কোচ। তারপরেও পারফরম্যান্সের দিক থেকে খুব একটা বদল আসেনি। বেঙ্গালুরু এফসি নিজের নামের প্রতি সুবিচার করবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। বদল আসছে, এমনটাই দিয়েছিলেন ইঙ্গিত।

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বদল এসেছিল বেঙ্গালুরু এফসির স্কোয়াডে। তাতেও খুব একটা কাজের কাজ হয়নি। প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি বেঙ্গালুরু এফসি। শিবশক্তির মতো উদীয়মান ফুটবলার দলে থাকলেও গোল আশানুরূপ সংখ্যায় গোল আসেনি। এবারের ইন্ডিয়ান সুপার লিগে মাত্র ২০ গোল করতে পেরেছে বিএফসি। হজম করেছে ৩৪ গোল। ফলত গোল দেওয়া কিংবা গোল রক্ষা করা, দু’টোর কোনটাতেই কাজের কাজ করতে পারেননি দলের ফুটবলাররা।

সামনের মরসুমে পার্থ জিন্দলরা নতুন করে দল সাজাতে পারেন। স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হতে নামী ফুটবলার। বিদেশি ব্রিগেডেও দেখা যেতে পারে বদল। সর্বোপরি দল গঠনের কাজে বাড়ানো হতে পারে বাজেট।