ISL Update: ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারল না ইস্টবেঙ্গল ( East Bengal)। শেষ মুহূর্তের গোলে আরও এক পরাজয়। শনিবারের ইন্ডিয়ান সুপার লীগের (Indian Super League) অ্যাওয়ে ম্যাচে জিতল কেরালা ব্লাস্টার্স ( Kerala Blasters)। হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের।
এদিনের ম্যাচ থেকে পয়েন্ট আদায় করার ব্যাপারে আশাবাদী ছিল ইস্টবেঙ্গল। লাল হলুদ ফুটবলার মধ্যেও চোখে পড়েছিল ইতিবাচক মনোভাব। কোচ Carles Cuadrat- কেও ম্যাচের আগের প্রথাগত সাংবাদিক সম্মেলনে ইতিবাচক খেলা ও পয়েন্ট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মনে হয়েছিল।
যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই অর্ধে একটি করে গোল হজম করে ০-২ গোলে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। বিরতির আগে ৩২ মিনিটে দাইসুকে সাকাইয়ের গোলে ম্যাচে লিড পেয়ে গিয়েছিল কেরালা ব্লাস্টার্স। এরপর ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দায়ামন্টাকোস। হোম ম্যাচে আরও একবার নিরাশ করার মতো পারফরম্যান্স ইস্টবেঙ্গলের।
দুই গোলে পিছিয়ে পড়ার পর ৯০+৯ মিনিটে ইস্টবেঙ্গলের গোল। তার আগে দায়ামন্টাকোসের লাল কার্ড। দশ জনের কেরালার বিরুদ্ধে পেনাল্টি থেকে ব্যবধান কমান ক্লেইটন সিলভা। ততক্ষণে অবশ্য অনেক দেরি হয়ে গিয়েছিল। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-২ স্কোরলাইন শেষ হয় ম্যাচ। পুরো পুরো পয়েন্ট পেয়ে চলতি আইএসএল ক্রম তালিকার শীর্ষে চলে গেল কেরালা ব্লাস্টার্স।
3⃣ points in the City of Joy! 🤩#EBFCKBFC #KBFC #KeralaBlasters pic.twitter.com/D6cMFLhY8L
— Kerala Blasters FC (@KeralaBlasters) November 4, 2023