Mohun Bagan: টিকিট বিক্রিতে নয়া চমক, খুশি সবুজ-মেরুন সমর্থকরা

আগামী কয়েকদিন পর থেকেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের দশম সংস্করন। সেইমতো নিজেদের দলের টিকিট বিক্রি ও শুরু করে দিয়েছে ক্লাব গুলি।

ATKMB owner Sanjeev Goenka met the request of fans to take selfies

আগামী কয়েকদিন পর থেকেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের দশম সংস্করন। সেইমতো নিজেদের দলের টিকিট বিক্রি ও শুরু করে দিয়েছে ক্লাব গুলি। তবে এবার সেই ক্ষেত্রে বিশেষ চমক দিল গতবারের আইএসএল জয়ীরা। টিকিট বিক্রির ক্ষেত্রে এবার নয়া চমক মোহনবাগানের। আসলে গ্যালারির স্ট্যান্ডের নাম বদলে ফেলা হচ্ছে তাদের তরফে।

এক্ষেত্রে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছেন কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা। আসলে ক্লাবের ইতিহাস ও গরিমাকে মাথায় রেখেই নয়া উদ্যোগ নেওয়া হতে চলেছে তাদের তরফে। উল্লেখ্য, ভারতীয় ফুটবলের ক্ষেত্রে বহু ইতিহাসের সাক্ষী থেকেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। বহু ইতিহাস তৈরি হয়েছে এখানে। নিজেদের সেই সোনালী ইতিহাসকে স্মরনীয় করে রাখতে এবার নয়া উদ্যোগ নিল কলকাতার এই প্রধান।

   

যুবভারতীর “বি টু” স্ট্যান্ডটির এবার নামকরন হতে চলেছে “১৮৮৯ স্ট্যান্ড” হিসেবে। উল্লেখ্য, এই সময়েই ময়দানের বুকে স্থাপিত হয়েছিল মোহনবাগান ক্লাব। সেই ইতিহাস মাথায় রেখেই এমন সিদ্ধান্ত ম্যানেজমেন্টের। তবে এই একটা মাত্র স্ট্যান্ড নয়, তাদের “সি টু” স্ট্যান্ডের ও নামকরণ করা হয়েছে “১৯১১ স্ট্যান্ড”। বলাবাহুল্য, এই সময়েই ভারতীয় ফুটবলের ইতিহাসে ঘটেছিল এক যুগান্তকারী ঘটনা। খালি পায়ে ব্রিটিশদের বিরুদ্ধে খেলে আইএফএ শিল্ড জয় করেছিল মোহনবাগান। সেই ইতিহাস মনে রেখেই স্ট্যান্ডের এই অভিনব নামকরন।

যা সহজেই মন জয় করেছে বাগান সমর্থকদের। পূর্বে ক্লাব ও সমর্থকদের আবেগের কথা মাথায় রেখে ক্লাব গুলির তরফ থেকে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হলেও এমন অভিনব উদ্যোগ নিতে দেখা গেল দেশের প্রথম কোনো ফুটবল ক্লাবকে। আগামী ১৯ তারিখ এএফসি কাপের ম্যাচে ওডিশা এফসির মুখোমুখি হবে মোহনবাগান। এখন সেদিকেই নজর সকলের।