ISL Team of the Week: গত হোম ম্যাচে শক্তিশালী ওডিশা এফসিকে আটকে দিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। যারফলে টানা পাঁচ ম্যাচ পর ইন্ডিয়ান সুপার লিগে পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম থেকেছে ময়দানের এই প্রধান। সার্জিও লোবেরার এই শক্তিশালী দলের বিরুদ্ধে ফুটবলারদের লড়াই মন জয় করেছিল সমর্থকদের। সেই সুবাদে পয়েন্ট নিয়ে ২০২৪ শেষ করেছে সাদা-কালো ব্রিগেড। এই নতুন বছরে দলের সেই পারফরম্যান্স বজায় রাখাই অন্যতম লক্ষ্য আন্দ্রে চেরনিশভের ছেলেদের। তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
আগামী ৩রা জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামবে মহামেডান। এখন এই ম্যাচের দিকেই বাড়তি নজর রয়েছে সকলের। সেইমতো গোটা দলকে অনুশীলন করাচ্ছেন এই আইলিগ জয়ী কোচ। পাশাপাশি গতকাল থেকেই দলের অনুশীলনে এসেছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের নব নিযুক্ত সহকারী কোচ মেহরাজুদ্দিন ওয়াডু। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। তবে এসবের মাঝেই এবার আইএসএলের টিম অফ দ্যা উইকে স্থান করে নিলেন সাদা-কালো দলের তারকা ফুটবলার অ্যালেক্সিস গোমেজ।
বলাবাহুল্য, গত ফুটবল মরসুম থেকেই রেড রোডের এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন গোমেজ। তাঁর অনবদ্য পারফরম্যান্স সহজেই মন জয় করেছে সমর্থকদের। গত বছর আইলিগ জয় করার পর এবার দেশের এই প্রথম ডিভিশন লিগে সাফল্য পাওয়ার ক্ষেত্রে ও তাঁর দিকে বাড়তি নজর ছিল সমর্থকদের। এখনও পর্যন্ত দলের খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছেন এই আর্জেন্টাইন ফুটবলার। অ্যালেক্সিস গোমেজের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলকে।
সেজন্য এবার খুব সহজেই সেরা একাদশে সুযোগ করে নিলেন এই তারকা ফুটবলার। কিন্তু তিনি একানন। গোমেজের পাশাপাশি প্লেয়ার অফ দ্যা উইকে স্থান করে নিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের দাপুটে ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। গত ডিসেম্বরের শেষ ম্যাচে দলের রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি জোড়া গোল পেয়েছিলেন এই স্প্যানিশ ফুটবলার। সেই সুবাদে অতি সহজেই সুযোগ করে নিয়েছেন আলবার্তো।