সন্ধ্যে সাড়ে সাতটায় গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি(EAST BENGAL FC), প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি (NORTH EAST UNITED FC)। ম্যাচ(ISL) পরিসংখ্যানের দিক থেকে লাল হলুদ শিবির পিছিয়ে এটা ঠিকই (মোট ৪ ম্যাচ,তিনবার জয় নর্থইস্ট দলের,এক ম্যাচ ড্র) কিন্তু নতুন মরসুমে সমস্ত হিসেব নিকেশ উল্টে দেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে পদ্মা পাড়ের ক্লাবে।
লিমা ও এলিয়ান্দ্রোর চোট।এমন অবস্থাতে, এফসি গোয়ার বিরুদ্ধে যে দল কোচ স্টিফেন কনস্টাটাইন নামিয়েছিলেন মোটের ওপর ওই স্কোয়াডকেই হাইল্যান্ডারদের বিরুদ্ধে খেলতে দেখা যাবে এমন একটা সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।
এফসি গোয়ার বিরুদ্ধে আপফ্রন্টে ক্লেটন সিলভা ও সুহেরকে রেখে পিছনে সুমিত, শৌভিক, ও’ডোহার্টি এবং লিমাকে নামিয়ে ছিলেন কনস্টাটাইন। ওই ম্যাচের প্রথমার্ধে কিছুটা আত্মবিশ্বাসের অভাব ঘটলেও খেলার বয়স যত গড়িয়েছে ম্যাচে ফিরে আসে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে লাল হলুদ ব্রিগেড। আর তাই খুব বেশি পরিবর্তনের পথে না হেটে মোটামুটি একই স্কোয়াড নামাতে পারেন ইস্টবেঙ্গল এফসির বৃটিশ কোচ।