একের পর এক ফুটবলারকে বিদায় জানাচ্ছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের (ISL) আগে নতুন করে দল গোছাচ্ছে ক্লাব। ইতিমধ্যে ক্লাব থেকে বিদায় জানানো হয়েছে একাধিক তারকাকে। বৃহস্পতিবার বিদায় জানানো হল চেন্নাইয়িন এফসির টপ গোলস্কোরারকে।
২০২৩-২৪ মরসুমে প্রত্যাশা মতো খেলতে পারেনি চেন্নাইয়িন এফসি। কোনওরকমে ষষ্ঠ স্থানে নিজেদের জায়গা নিশ্চিত করেছিল দল। চেন্নাইয়িন এফসির আক্রমণভাগের অন্যতম কান্ডারী ছিলেন জর্ডান মারে। সেই জর্ডান মারেকেও আগামী দিনে দেখা যাবে না চেন্নাইয়িন এফসির জার্সিতে।
Mohun Bagan: কোন দলে যেতে পারেন কিয়ান-হামতে? জেনে নিন
গত মরসুমের চেন্নাইয়িন এফসির হয়ে সবথেকে বেশি গোল করেছিলেন জর্ডান মারে। মরসুম জুড়ে করেছিলেন ৭ গোল, ৪ টি ক্ষেত্রে বাড়িয়েছেন গোল করার পাস। সব মিলিয়ে এগারোটি গোলের পিছনে সরাসরি অবদান রেখেছিলেন জর্ডান মারে।
জর্ডান মারে চেন্নাইয়িন এফসির সঙ্গে যুক্ত হয়েছিলেন ২০২৩ মরসুমে। তার আগেও খেলেছিলেন ভারতের একাধিক ক্লাবে। কেরালা ব্লাস্টার্স ও জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন তিনি। তাঁর নামের পাশে যুক্ত রয়েছে বেশ কিছু গোল। ২০২৩-২৪ মরসুমে চেন্নাইয়িন এফসির হয়ে একাধিক গোল করলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি।
7️⃣ 𝗚𝗼𝗮𝗹𝘀. 4️⃣ 𝗔𝘀𝘀𝗶𝘀𝘁𝘀. 𝗢𝘂𝗿 𝘁𝗼𝗽 𝘀𝗰𝗼𝗿𝗲𝗿 𝗼𝗳 𝟮𝟬𝟮𝟯/𝟮𝟰 💙
Those last-minute winners and memorable celebrations. Thank you and good luck, Jordy. 🐍#AllInForChennaiyin pic.twitter.com/5kiPmWGx0x
— Chennaiyin F.C. (@ChennaiyinFC) May 23, 2024
East Bengal ছেড়েই ভুল করেছিলেন হামতে ?
গত সিজনে আইএসএল ক্রম তালিকার প্রথম ছয়ে থাকা দলগুলোর মধ্যে সবথেকে কম গোল করেছিল চেন্নাইয়িন এফসি। ২২ ম্যাচে হয়েছিল মাত্র ২৬ গোল। হজম করেছিল ৩৬ গোল, গোল পার্থক্য -১০। আইএসএল ২০২৩-২৪ মরসুমে সর্বোচ্চ গোলদাতার দৌড়েও ছিলেন না জর্ডান মারে। গোল করার সহজ কিছু সুযোগও হাতছাড়া করেছিলেন।