ISL : গ্রেগ স্টুয়ার্টের জন্য ইস্ট-মোহন দুই দলই কোমড় বেঁধেছে

ISL : ভারতীয় দল বদলের বাজারে চাঞ্চল্যকর খবর। এক ফুটবলারকে নেওয়ার জন্য চেষ্টা চলছে ইস্টবেঙ্গল (East Bengal) এবং এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। দুই…

ISL : ভারতীয় দল বদলের বাজারে চাঞ্চল্যকর খবর। এক ফুটবলারকে নেওয়ার জন্য চেষ্টা চলছে ইস্টবেঙ্গল (East Bengal) এবং এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। দুই দলই চাইছে গ্রেগ স্টুয়ার্টকে দলে নিতে। এমনটাই দাবি এক ক্রীড়া সংবাদ মাধ্যমের।

ভারতীয় ফুটবল মহলে অব্যাহত রয়েছে ইস্টবেঙ্গল চর্চা। একের পর এক ফুটবলারকে নিশ্চিত করে চমকে দিচ্ছে ক্লাব। তুলনায় প্রচারের বাইরে এটিকে মোহন বাগান। টুকরো কিছু খবর ছাড়া ক্লাবের দেওয়ালের বাইরে তেমন আলোচনায় নেই সবুজ মেরুন।

   

বাগান আলোচনায় না থাকলেও তারা যে হাত পা গুটিয়ে বসে নেই সেটা বলা বাহুল্য। মনে করা হচ্ছিল বড় কোনো ফুটবলারকে দলে নিতে চেষ্টা চালাচ্ছে ক্লাব। আগামী দিনে ইস্টবেঙ্গলও আরও চমক দেবে বলে ফুটবল প্রেমীরা আশায় রয়েছেন।

Advertisements

এরই মধ্যে সোমবার বিকালের একটু আগেই সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে এই চাঞ্চল্যকর দাবি। দুই দলই গ্রেগ স্টুয়ার্টকে নিতে চাইছে। স্কটল্যান্ডের এই ফুটবলারের পারফরম্যান্স মুগ্ধ করেছিল সকলে। নিজে যেমন গোল করেছেন, তেমনই গোল করানো, খেলা তৈরি করার কাজেও তিনি সমান পটু।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News