শনিবার আইএসএলের (ISL) সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান বনাম হায়দ্রাবাদ এফসি।২০ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে হায়দ্রাবাদ এফসি, অন্যদিকে সম সংখ্যক ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বর স্থানে আছে এটিকে মোহনবাগান।
লিগ পর্বে হায়দ্রাবাদের বিপক্ষে মোহনবাগানের ফলাফল ইতিবাচক।একটি ম্যাচে ড্র করেছিলো,আর কিছু একটি’তে ২-১ ব্যাবধানে জিতেছিলো, আজ অবশ্যই সবুজ মেরুন ব্রিগেডের লক্ষ্যে থাকবে দাপুটে জয়লাভ।
অন্যদিকে লিগের শেষ ম্যাচে জামশেদপুরের কাছে হার হজম করেছে মোহনবাগান,অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ান মুম্বাই সিটি এফসি’কে ২-১ ব্যাবধানে হারিয়ে দিয়েছিলো হায়দ্রাবাদ এফসি।
প্রসঙ্গত, ম্যাচ’টি অনুষ্ঠিত হবে জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম (ব্যাম্বোলিম, গোয়া)।ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০-তে শুরু হবে এই ম্যাচ।
ভারতে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে: স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি, স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচটি।
মোবাইলে ও অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখা যাবে: Disney+Hotstar অ্যাপ এবং অন জিও টিভি-তে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং।