ISL: ম্যাচ জিতলেও শ্মশান নিস্তব্ধ বাগান শিবির

ফাইনালে (ISL) যেতে হলে প্রয়োজন একটা বিরাট ব্যাবধানের জয়।অন্তত তিন গোলের ব্যাবধানে।তাই শুরু বুধবার হায়দ্রাবাদ এফসি’র বিরুদ্ধে আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগে শুরু থেকেই সবুজ মেরুন ব্রিগেড যে আক্রমণাত্মক ফুটবল খেলবে,তা এক কথায় প্রত‍্যাশিত ছিলো, এবং বাস্তবে হলো টাও তাই।বিরাট ব‍্যাবধানে এই ম‍্যাচ জিততে কতোটা মরিয়া ছিলো এটিকে মোহনবাগান কোচ ফেরান্দো তা এদিন তার টিম কম্বিনেশনে স্পষ্ট ছিলো।

Advertisements

রয় কৃষ্ণা এবং হুগো বোমাস তো ছিলোই তার পাশাপাশি লিস্টন কোলাসো এবং কিয়ান নাসিরি’কেও যুক্ত করা হয় আক্রমণে।কিন্তু ব‍্যাকফুটে ফেললো দলের অন‍্যতম তারকা ডিফেন্ডার তিরি’র চোট পেয়ে ছিটকে যাওয়া’টাই।রক্ষণ ভাগ সামাল দেওয়ার এদিন গুরু দায়িত্ব ছিলো প্রবীর দাসের উপর।

   

পরিকল্পনা আংশিক কাজে লাগলেও পুর্ণতা পায়নি,তাই একগোলে ম‍্যাচ জিতলেও দুই লেগ মিলিয়ে অংকের বিচারে এবারের মতো আইএসএলের আসর থেকে বিদায় নিতে হলো এটিকে মোহনবাগান’কে।

খেলার প্রথম ৪৫ মিনিট দারুণ দাপট বজায় ছিলো সবুজ মেরুন শিবিরের।প্রতি বিভাগেই হায়দ্রাবাদ’কে টপকে গেলেও দলের ফরোয়ার্ড লাইন আপ খুব বিরাট একটা চাপে ফেলতে পারেনি বিরোধী দলের গোলকিপার কাট্টিমানিকে।

Advertisements

এর জেরে সময় বাড়ার সাথে সাথে ক্রমশ চাপে পড়তে শুরু করলো সবুজ মেরুন শিবির, কারণ শুধু ম‍্যাচ জিতলে যে চলবেনা, তার পাশাপশি বিরাট ব‍্যাবধানে জয়লাভ করতে হবে যে।যদিও প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল গোল শূন্য ভাবে‌‌।

দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে লিস্টনের পাস থেকে ব‍্যাবধান বাগানের সুপার স্টার ফুটবলার রয় কৃষ্ণা,কিন্তু একগোল হজম করলেই পায়ের তলার জমি শক্ত ভাবে আঁকড়ে রাখে হায়দ্রাবাদ‌।এবং শেষ অবধি ম‍্যাচ হারলেও প্রথমবারের মতো আইএসএল ট্রফি জয়ের সম্ভাবনা তৈরী করে রাখলো নিজামের শহর।রোববার এবছর আইএসএলের ফাইনালে মুখোমুখি হতে চলেছে 

কেরেলা ব্লাস্টার্স বনাম হায়দ্রাবাদ এফসি।