ISL Second Leg: নয়া বিদেশিতে ও এল না জয়, পুরোনো ছন্দে ইস্টবেঙ্গল

কাজে এল না লড়াই। আইএসএলের দ্বিতীয় লেগের (ISL Second Leg) প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ফের মুখ থুবড়ে পড়তে হল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)…

East Bengal Faces Defeat as Northeast United

কাজে এল না লড়াই। আইএসএলের দ্বিতীয় লেগের (ISL Second Leg) প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ফের মুখ থুবড়ে পড়তে হল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দলকে। নির্ধারিত সময়ের শেষে ২-৩ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নিল নর্থইস্ট ইউনাইটেড।

Advertisements

এদিন দলের হয়ে জোড়া গোল করেন যথাক্রমে টম জুরিক। এবং একটি মাত্র গোল করেন নেস্টর। অন্যদিকে, ইস্টবেঙ্গল দলের হয়ে গোল করেন যথাক্রমে নন্দকুমার শেখর ও নয়া বিদেশি ফেলিসিও ফোবর্স। আজকের এই জয়ের দরুন ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকল পেদ্রো বেনোলীকের ছেলেরা।

বিজ্ঞাপন

অন্যদিকে, ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে থাকল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স থেকেছে হাই ল্যান্ডারর্সদের। ম্যাচের ৪ মিনিটের মাথাতেই গোল করে দলকে এগিয়ে দেন টম জুরিক। তারপর ম্যাচের ১৫ মিনিটের মাথায় নেস্টরের দ্বিতীয় গোল। প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধ থেকেই চাপ বাড়াতে থাকে মশাল ব্রিগেড। যারফলে, ঠিক ৬৬ মিনিটের মাথায় আসে ইস্টবেঙ্গলের প্রথম গোল। ফলাফল গিয়ে দাঁড়ায় ২-১ গোল।

তারপর যত সময় এগিয়েছে চাপ বাড়তে থেকেছে লাল-হলুদ। তবে সুযোগ বুঝে আবার ও গোল করেন জুরিক। ম্যাচের শেষ দিকে কোস্টারিকান তারকা ফেলিসিও ফোবর্সের গোলে দল ব্যবধান কমালেও পরবর্তীতে আর মাচে ফেরা সম্ভব হয়নি কুয়াদ্রাতের ছেলেদের।