ISL: ক্রমশ জোরালো হচ্ছে রয় কৃষ্ণার বাগান ছাড়ার জল্পনা

রয় কৃষ্ণার প্রতি এটিকে মোহন বাগান আগ্রহ হারিয়েছে এমনটা কিছুদিন আগে শোনা গিয়েছিল। সেই জল্পনা আরও জোরালো হয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) তারকা স্ট্রাইকার দলবদলের…

roy krishna

রয় কৃষ্ণার প্রতি এটিকে মোহন বাগান আগ্রহ হারিয়েছে এমনটা কিছুদিন আগে শোনা গিয়েছিল। সেই জল্পনা আরও জোরালো হয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) তারকা স্ট্রাইকার দলবদলের বাজারে বড় দাম পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

Advertisements

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগে সব থেকে বেশি গোল করেছেন বার্তেলোমিউ ওগবেচে। গোল্ডেন বুট পেয়েছেন তিনি। হায়দরাবাদ এফসিতে খেলা এই ফুটবলারকে দলে নেওয়ার জন্য একাধিক ক্লাব চেষ্টা চালাচ্ছে বলে খবর। যার মধ্যে ভারতের এক প্রসিদ্ধ ক্লাব রয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফত। এক্ষেত্রে এটিকে মোহন বাগানের কথা ভাবছেন ফুটবল মহলের একাংশ। 

   

২০১৯ সালে ভারতীয় ফুটবলে আগমণ রয় কৃষ্ণার । জাত চেনাতে দেরি করেননি ফিজির এই স্ট্রাইকার। এটিকে’র জার্সিতে করেছিলেন গোলের পর গোল। ২০১৯-২০২০ মরশুমে এটিকের লাল সাদা জার্সিতে ১৯ ম্যাচে করেছিলেন ১৫ গোল। এটিকে মোহন বাগানের হয়েও গোল করা শুরু করেছিলেন পরের মরশুম থেকে। 

চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। যদিও ফিজিয়ান তারকাকে ছাড়াই অপরাজেয় তকমা বজায় রেখেছিল এটিকে মোহন বাগান। গোলও করেছেন ফুটবলাররা। 

নাইজেরিয়ার বার্তলোলোমিও অগবেচের বয়স ৩৭। যদিও তাঁর খেলায় এখনও মরচে পড়েনি। ক্লাব ফুটবলে অভিজ্ঞতা প্রচুর। ইন্ডিয়ান সুপার লিগের চারটি দলে খেলেছেন ২০১৮ সাল থেকে।