দেশের হয়ে খেলতে চলেছেন ISL খেলা বিদেশি ফুটবলার

   ইন্ডিয়ান সুপার লিগ (ISL) খেলার পর অনেক বিদেশি ফুটবলারের জন্য বন্ধ হয়েছে জাতীয় দলের দরাজ। জেসন কামিন্স কিংবা আর্মান্দো সাদিকুর কথা ধরা যেতে পারে।…

Lithuanian footballer Fedor Cernych
  

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) খেলার পর অনেক বিদেশি ফুটবলারের জন্য বন্ধ হয়েছে জাতীয় দলের দরাজ। জেসন কামিন্স কিংবা আর্মান্দো সাদিকুর কথা ধরা যেতে পারে। দু’জনেই দেশের হয়ে প্রচুর ম্যাচ খেলেছেন, কিন্তু ভারতে খেলতে আসার পর নিজেদের দেশের হয়ে খেলার সুযোগ পাননি।

সাদিকু জাতীয় শিবিরে যোগ দিয়েছিলেন, তবে খেলার সুযোগ আসেনি। এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। ফুটবলারদের অফ ফর্ম ও কেরিয়ারে পড়ন্ত বেলা। ইন্ডিয়ান সুপার লিগ খেলার পরেও যে জাতীয় দলের জন্য ‘কল’ আসে সেটা দেখিয়ে দিলেন Fedor Černych। কেরালা ব্লাস্টার্সে খেলা এই ফুটবলার ডাক পেয়েছেন জাতীয় শিবিরে।

   

East Bengal: ৪ জন নিশ্চিত, ভূমিপুত্রদের বাড়তি গুরুত্ব দিচ্ছ ইস্টবেঙ্গল!

লিথুনিয়ার জাতীয় দলের হয়ে আবারও খেলতে দেখা যেতে পারে তাঁকে। লিথুনিয়ার হয়ে প্রচুর ম্যাচ খেলেছেন। নব্বইয়ের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। সেই সঙ্গে করেছেন অনেকগুলো গোল। ভারতীয় লিগে খেলার পরেও তাঁকে উপেক্ষা করা হয়নি। ডেকে নেওয়া হয়েছে ন্যাশনাল ক্যাম্পে।

East Bengal: হিজাজি কিংবা মহেশের বদলে ইস্টবেঙ্গলের এই ফুটবলার হলেন মরসুমের সেরা

বাল্টিক কাপে খেলবে লিথুনিয়া। সামনের মাসের ৮ তারিখে লাটভিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে। বাল্টিক কাপের জন্য লিথুনিয়ার ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন Fedor Černych। ৮ জুন টুর্নামেন্টের অন্য একটি ম্যাচে খেলবে এস্তোনিয়া ও ফ্যারাও আইল্যান্ড।