ISL: ইস্টবেঙ্গলে খেলা ফুটবলার’কে দলে তুলে নিয়ে চমক দিল ওড়িশা এফসি

Mizoram goalkeeper Lalthuammawia Ralte

মিজোরামের গোলকিপার লালথুমাইয়া রালতে’কে (Lalthuammawia Ralte) দুই বছরের জন্য দলে তুলে নিয়ে বিশেষ চমক দিল ওড়িশা এফসি।

কেরিয়ারের শুরু দিকে শিলং লাজং এফসি’তে ছিলেন রালতে। ২০১১ সালে ফেডারেশন কাপের ম‍্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে অভিষেক হয় তার।সেইবছর ফেড কাপে শিলং’কে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

   

২০১৪ সালে বেঙ্গালুরু এফসি’তে যোগ দেন রালতে।বেঙ্গালুরু’কে আইলিগ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।ক্লাবেও হয়ে এএফসি চ‍্যাম্পিয়ান্স লিগের ম‍্যাচে খেলেছিলেন তিনি। এরপর ২০১৮ সালে এফসি গোয়ায় যোগ দেন রালতে।পরবর্তী সময়ে লোনে কেরালা ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গলে খেলেছেন।

ইস্টবেঙ্গলের হয়ে মোট ৯ টি ম‍্যাচে খেলেছিলেন মিজোরামের এই গোলকিপার।পরে ২০২০ সালে ফের আরেকবার বেঙ্গালুরু’তে আসেন তিনি।এরপর যান রাউন্ড গ্লাস পঞ্জাবে, এবং সেখান থেকে এবার ওড়িশা এফসি’তে যোগ দিলেন এই গোলকিপার।কিভাবে অভিজ্ঞতা দিয়ে তিনি দলের পাশে দাড়ান এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন