ISL: এটিকে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে জয়ের মুখ দেখল নর্থইস্ট ইউনাইটেড

শনিবার চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের এগারো তম ম‍্যাচ খেলতে নেমেছিলো এটিকে মোহনবাগান,নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে।খেলার শুরু থেকেই তিন পয়েন্টের তুলে…

North East United beat ATK Mohun Bagan

শনিবার চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের এগারো তম ম‍্যাচ খেলতে নেমেছিলো এটিকে মোহনবাগান,নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে।খেলার শুরু থেকেই তিন পয়েন্টের তুলে নেওয়ার লক্ষ‍্যে একপ্রকার বদ্ধপরিকর দেখিয়েছিলো সবুজ মেরুন শিবিরকে।

এদিন খেলার শুরু থেকেই নর্থইস্ট ইউনাইটেডের রক্ষন ভাগকে মারাত্মক চাপের মধ্যে রেখেছিলো জুয়ান ফেরেন্দোর ছেলেরা।কিন্তু পাল্টা চাপে ম‍্যাচের ২১ মিনিটে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিদেশি উইলমার একটি গোলমুখী শট চালায়,আর সেই শট সবুজ মেরুনের গোলকিপার বিশাল কায়েথ কে পরাস্ত করে ফেলেছিলো।কিন্তু তারপর বল লাগে গিয়ে বাড়ে।এমনটা না হলে ম‍্যাচের প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরী করে ফেলেছিলো নর্থইস্ট ইউনাইটেড।

আরও আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে নর্থইস্ট ইউনাইটেড।নয়া কোচের হাতে এসে গোটা দলটার মানসিকতায় একটা বিরাট বদল এসেছে, সেটা তাদের খেলা দেখে স্পষ্ট এদিন।একেবারেই মনে হয়নি এই মুহূর্তে লিগের দশ নম্বরে থাকা দলটা সবুজ মেরুন বাহিনীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছে।
ম‍্যাচে হুগো বুমোসের না থাকাটা ভীষণ স্পষ্ট হয়েছে এটিকে মোহনবাগানের খেলায়।পাশাপাশি ফেরান্দোর দলের খেলায় একজন প্রপার নম্বর নাইনের অভাব দেখতে পাওয়া গেছে এদিন।খেলার প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ভাবে।

দ্বিতীয়ার্ধের খেলার ৫১ মিনিটের মাথায় এটিকে মোহনবাগানের লিস্টন কোলাসো একটা গোলমুখী শট নেয় নর্থইস্টের তিনকাঠি লক্ষ‍্য করে,কিন্তু সেই শট সেভ করে দেয় নর্থইস্টের গোলকিপার।

এরপর ৬৮ মিনিটে উইলমার জর্ডনের করা গোলে এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড।বিরাট ধাক্কা খায় জুয়ান ফেরান্দোর দল।তবে ম‍্যাচে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় তারা।৭৪ মিনিট একটা ইতিবাচক আক্রমণ চালায় এটিকে মোহনবাগান।কিন্তু রেফারি সেটা অফসাইডের নির্দেশ দেয়,কিন্তু রেফারির সেই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে বিতর্কের দানা বেঁধেছে।এরপর আর কোনও দল’ই কোনও গোল করতে পারেনি।এদিন এটিকে মোহনবাগান কে এক গোলে হারানোর সুবাদে চলতি ইন্ডিয়ান সুপার লিগ থেকে প্রথম জয় তুলে নিলো নর্থইস্ট ইউনাইটেড।এই হারের ফলে এবারের আইএসএল অভিযানে বিরাট ধাক্কা খেলো এটিকে মোহনবাগান।