HomeSports NewsAlberto Rodríguez: মুম্বাই ম্যাচের আগে আলবার্তোকে ঘিয়ে ধোঁয়াশা

Alberto Rodríguez: মুম্বাই ম্যাচের আগে আলবার্তোকে ঘিয়ে ধোঁয়াশা

- Advertisement -

গতবারের মতো এবারও ডুরান্ড কাপে অনবদ্য পারফরম্যান্স ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। টুর্নামেন্টের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী পর্বে স্থান করে নিয়েছিল জোসে মোলিনার ছেলেরা। তারপর কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল। টাইব্রেকারে জয় ছিনিয়ে নিয়েছিল সবুজ-মেরুন। কিন্তু ফাইনাল ম্যাচে বজায় থাকেনি সেই জয়ের ধারা। এগিয়ে থেকেও পরাজিত হতে হয়েছে পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের কাছে। ট্রফি ধরে রাখার ক্ষেত্রে দলের আক্রমণভাগের পাশাপাশি রক্ষণভাগে বাড়তি নজর দিলেও কাজ আসেনি কোনও পরিকল্পনা।

বরং চোটের কবলে পড়ে মাঝপথেই মাঠ ছাড়তে হয়েছিল বাগানের স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজকে (Alberto Rodríguez)। যারফলে বেশ কিছুটা চাপে পড়ে যায় বাগানের রক্ষণভাগ। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই চাপ বাড়িয়েছে জন আব্রাহামের দল। শেষ পর্যন্ত গতবারের বিজয়ী দলকে পরাজিত করে প্রথমবার সাফল্য পায় নর্থইস্ট। অন্যদিকে, চোট সমস্যা জেরে আসন্ন আইএসএলের প্রথম ম্যাচে কার্যত অনিশ্চিত সবুজ-মেরুনের এই দাপুটে ডিফেন্ডার।

   

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, গত ডুরান্ড ফাইনাল খেলতে গিয়ে পায়ে টান লেগেছিল রদ্রিগেজের। চোটের গভীরতা এখনও স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে আপাতত বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে এই তারকাকে। যারফলে কিছুটা হলেও চাপে থাকবেন বাগান কোচ জোসে মোলিনা। বর্তমানে ডুরান্ডের ব্যর্থতা ভুলে আইএসএলের প্রথম ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাগান ব্রিগেডের। কিন্তু সেক্ষেত্রে আলবার্তোর পরিবর্তে কে আসবেন প্রথম একাদশে, এখন সেদিকেই নজর সকলের।

এছাড়াও অজি তারকা জেমি ম্যাকলারেনের চোট নিয়ে যথেষ্ট চিন্তায় সবুজ-মেরুন ম্যানেজমেণ্ট। যতদূর খবর সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই স্কোয়াডের সঙ্গে পুরোদমে অনুশীলনে যোগ দেবেন এই তারকা।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular