ISL: জামশেদপুরের কাছে হেরে #BLINDREFREE ইস্যুতে সামাজিক মাধ্যমে সোচ্চার মেরিনার্সরা

Sports desk: আইএসএলে (ISL)  জামশেদপুর এফসি’র কাছে ২-১ গোলে ATK মোহনবাগান নিজেদের চতুর্থ ম্যাচে হেরেছে। এরপরেই সবুজ মেরুন সমর্থকরা #BLINDREFREE #REFREEPLAYINGWITHOURFEELINGS #WORSTREFREE #REMOVEREFREE নিয়ে সোচ্চার…

BLIND REFREE

Sports desk: আইএসএলে (ISL)  জামশেদপুর এফসি’র কাছে ২-১ গোলে ATK মোহনবাগান নিজেদের চতুর্থ ম্যাচে হেরেছে। এরপরেই সবুজ মেরুন সমর্থকরা #BLINDREFREE #REFREEPLAYINGWITHOURFEELINGS #WORSTREFREE #REMOVEREFREE নিয়ে সোচ্চার সামাজিক মাধ্যমে।

টানা দুই ম্যাচে হারের ধাক্কায় ATK মোহনবাগান আইএসএলের লিগ টেবিলে প্রথম চারের বাইরে চলে গিয়েছে। এদিনের ম্যাচের রেফারি এ.রাওয়ান সবুজ মেরুন সমর্থকদের কাছে শোলে হিন্দি চলচ্চিত্রের “গব্বর”, প্রয়াত অভিনেতা আমজাদ খাঁন এই চরিত্রে অভিনয়ের জোরে মুম্বই’র বলি পাড়ায় নিজের আলাদা ছাপ রেখে গিয়েছেন ভারতীয় প্যানোরমায়।

সোমবার জামশেদপুরের বিরুদ্ধে হারের জন্য সবুজ মেরুন সমর্থকেরা চলতি আইএসএলে ভারতীয় রেফারিদের মান নিয়ে প্রশ্নচিহ্ন ছুঁড়ে দিয়েছে। শুধু তাইই নয়, আইএসএলে ভারতীয় রেফারি দিয়ে ম্যাচ পরিচালনার বদলে বিদেশী রেফারি দিয়ে ম্যাচ পরিচালনার ধোঁয়া উঠতে শুরু করেছে।

৬৫ মিনিটে হুগো বৌমাসের কর্নার কিক সোজা বক্সের মধ্যে থাকা জামশেদপুর এফসি অধিনায়ক এলি সাবিয়ার হাতে লাগলেও তা রেফারির নজর এড়িয়ে যায়। রেফারি সঠিক সিদ্ধান্ত নিলে হয়তো পেনাল্টি পেয়ে যেত সবুজ-মেরুন শিবির।

ম্যাচের শেষের দিকে গ্রেগ স্টিউয়ার্টও তাঁদের বক্সের মধ্যে হ্যান্ডবল করে, কিন্তু রেফারির ভুলে ATK মোহনবাগান সুবর্ণ সুযোগ হাতছাড়া করে।

আগামী শনিবার ATK মোহনবাগানের ম্যাচ রয়েছে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে। সব মিলিয়ে চলতি আইএসএলে রেফারিং’র মান ঘিরে কলকাতা ময়দানে অসন্তোষের আগুন ক্রমেই ছড়াতে শুরু করে দিয়েছে।