কেরালা ব্লাস্টার্স এফসি ‘ভারসাম্যপূর্ণ টিম’, হেডকোচ মারিও রিভেরা

আগামীকাল সোমবার,১৪ ফেব্রুয়ারি,প্রেম দিবস।তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গল খেলতে নামবে কেরালা ব্লাস্টার্স এফসি’র বিরুদ্ধে। তার আগে রবিবার এসসি ইস্টবেঙ্গল হেডকোচ মারিও রিভেরা প্রি ম্যাচ প্রেস মিটে এসে পরিষ্কার করে দেন,”আমরা পরের ম্যাচ জেতার জন্যে মুখিয়ে।” প্রতিপক্ষের শক্তি নিয়ে রিভেরা বলেন,”খুব ভারসাম্যপূর্ণ টিম। তাদের আক্রমণ এবং রক্ষণ বেশ ভারসাম্যপূর্ণ। অবশ্যই, তারা আগামীকালের খেলায় কিছু খেলোয়াড়কে মিস করবে তবে তাদের স্কোয়াডের গভীরতা দুর্দান্ত এবং তারা আইএসএলে ভাল পারফর্ম করছে।” রিভেরার কথাতেই পরিষ্কার সামগ্রিকভাবে কেরালা দল নিয়ে সতর্ক।

Advertisements

চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) হাইভোল্টেজ ডার্বি ম্যাচে ১-৩ গোলে হার চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের কাছে। ডার্বি ম্যাচ হারের জ্বালায় জ্বলে মারগাও’তে তিলক ময়দানে চেন্নাইন এফসি’র বিরুদ্ধে ২-২ গোলে ড্র এবং ওডিশা এফসি’র বিরুদ্ধে ১-২ গোলে পরাজয়। বিগত তিন ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে লাল হলুদের স্প্যানিশ হেডকোচ রিভেরা বলেন,”আমি নিশ্চিত যে শীর্ষ দলগুলি এখন SC ইস্টবেঙ্গল খেলতে খুশি হবে না কারণ তারা জানে আমাদের হারানো খুব কঠিন দল।”

   
Advertisements

১৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এসসি ইস্টবেঙ্গল এখন টুর্নামেন্টে দশম স্থানে,এফসি গোয়ার বিরুদ্ধে জিতেছে শুধু জিতেছে,৭ ম্যাচে ড্র করেছে এবং ৮ ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে। সোমবারের ম্যাচের পর লাল হলুদ ব্রিগেড খেলবে ফেব্রুয়ারির ২২ মুম্বই সিটি এফসি এবং ২৮ তারিখে নর্থইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে। ৫ মার্চ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, এসসি ইস্টবেঙ্গলের এই ম্যাচগুলো হবে তিলক ময়দানে।