ISL: নীরব নায়কের নাম কিয়ান নাসিরি

Isl
নাছোড়বান্দা কিয়ান নাসিরি।

ISL: বয়স মাত্র ২১। এই বয়সেই কী ফুটবলটাই-না খেলল ছেলেটা ! কিয়ান নাসিরি (Kiyan Nassiri) বুধবার যে ফুটবল খেলেছেন তাতে তাঁর সম্মান প্রাপ্য। কিন্তু দল যে সেমিফাইনালের (ISL Semifinal) গণ্ডি পেরোতে পারেনি। ম্যাচ জিতলেও মোট গোলের হিসেবে এটিকে মোহনবাগান পরাজিত (ATK Mohun Bagan vs Hyderabad FC)। তরুণ নাসিরির ফুটবলও যেন চাপা পড়ে গেল হতাশার দীর্ঘশ্বাসে।

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দ্বিতীয় লেগের সেমিফাইনালে কিয়ানকে শুরু থেকে মাঠে নামিয়েছিলেন হুয়ান ফেরান্দো। জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে ছুটে বেড়ালেন তিনি। পাশ বাড়ালেন আক্রমণ ভাগে। নিজেদের অর্ধে নেমে করলেন ডিফেন্স। নিখুঁত ট্যাকেল করে বল ছিনিয়ে নিলেন প্রতিপক্ষের পা থেকে। তবুও হল না শেষ রক্ষা। রয় কৃষ্ণা গোল করলেন ৭৯ মিনিটে। কিন্তু তা যথেষ্ট ছিল না। কারণ প্রথম লেগের সেমিফাইনালে হায়দরাবাদ এফসি জিতেছিল ৩-১ ব্যবধানে। 

   

কিয়ানের জন্য মঞ্চ তৈরি ছিল এদিন। আরও একবার নাম তুলে ফেলতে পারতেন ইতিহাসের পাতায়। বাগান কোচও আস্থা রেখেছিলেন তাঁর ওপর। মনভীর সিং, ডেভিড উইলিয়ামসের মতো ফুটবলারদের রিজার্ভে রেখে তরুণ নাসিরি ম্যাচের শুরু থেকে। 

লড়াই করেও এটিকে মোহন বাগানের পালতোলা নৌকা ডুবি রোখা যায়নি। বারবার ভেসে আসচে ধারাভাষ্যকারদের ‘ ব্যাড লাক ‘ শব্দ দুটি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন