ISL: নতুন মরশুমের আগে মিলল কোচ বদলের ইঙ্গিত

ISL: সাফল্য আসার পরেও বদলাতে পারে কোচ। কোচ বদলের ব্যাপার এখনও নিশ্চিত না হলেও হওয়ায় ভাসছে এমনই খবর। আলোচনায় ওয়েন কয়েল।  স্কটল্যান্ডের সংবাদ মাধ্যমের দাবি,…

ISL: নতুন মরশুমের আগে মিলল কোচ বদলের ইঙ্গিত

ISL: সাফল্য আসার পরেও বদলাতে পারে কোচ। কোচ বদলের ব্যাপার এখনও নিশ্চিত না হলেও হওয়ায় ভাসছে এমনই খবর। আলোচনায় ওয়েন কয়েল। 

স্কটল্যান্ডের সংবাদ মাধ্যমের দাবি, স্কটিশ ফুটবলে ফের ফিরতে চলেছেন ওয়েন কয়েল। সবকিছু ঠিক থাকলে কুইন্স পার্ক ফুটবল ক্লাবে কোচিং করাতে পারেন তিনি। কুইন্স পার্ক ফুটবল ক্লাব স্কটল্যান্ড তৃতীয় ডিভিশনের দল। 

Advertisements
ISL
ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম জনপ্রিয় কোচ ওয়েন কয়েল।

চলতি মরশুমে ভারতীয় ফুটবলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন ওয়েন কয়েল। এটিকে মোহন বাগানকে হারিয়ে গ্রুপ পর্বে জিতে নিয়েছিলেন শিল্ড। এবারের ইন্ডিয়ান সুপার লিগ জেতার অন্যতম দাবিদার ছিল তাঁর দল। মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল কেরালা এবং জামশেদপুরের ফ্র্যাঞ্চাইজি দল। ম্যাচ হয়েছে সেয়ানে সেয়ানে। শেষ হাসি হেসেছে কেরালা। লিগ খেতাবের খুব কাছে এসেও তা ছুঁতে পারল না ইস্পাত নগরীর দল। এরপরেই শোনা যাচ্ছে কোচ বদলের খবর।