ISL : মোহন-ইস্টের ঘরের ছেলেরা ফুল ফোটাবেন সিলিকন ভ্যালিতে!

ISL : কলকাতা কিংবা চেন্নাই নয়, হীরা মন্ডল যোগ দিচ্ছেন বেঙ্গালুরু ফুটবল ক্লাবে! বুধবার বিকেল থেকে এই জল্পনায় আলোড়ন পড়েছে ফুটবল প্রেমীদের মধ্যে।  Advertisements ইস্টবেঙ্গল…

ISL

ISL : কলকাতা কিংবা চেন্নাই নয়, হীরা মন্ডল যোগ দিচ্ছেন বেঙ্গালুরু ফুটবল ক্লাবে! বুধবার বিকেল থেকে এই জল্পনায় আলোড়ন পড়েছে ফুটবল প্রেমীদের মধ্যে। 

Advertisements

ইস্টবেঙ্গল ক্লাবের জন্য অনেক দিন অপেক্ষা করেছিলেন হীরা মন্ডল। আরও অপেক্ষা করতে পারেন এমনটাও কেউ কেউ মনে করেছিলেন। ঠিক এমন সময় পাওয়া গিয়েছে দল বদলের খবর। হীরা ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি দলে।

   

কিছু দিন আগে বেঙ্গালুরু ফুটবল ক্লাবে যোগ দিয়েছেন প্রবীর দাস। এবার হীরা মন্ডল। প্রবীর মোহনবাগানের বহু ম্যাচের কান্ডারী। অল্প দিনে হীরা হয়ে উঠেছিলেন লাল হলুদ জনতার চোখের মণি। একজন রাইট ব্যাকের ফুটবলার, অন্য জন লেফট ব্যাকের। বোঝাপড়া পোক্ত হলে জমে যাবে খেলা।

প্রবীর দাসের দল বদল নিয়েও পরে বিতর্ক। এটিকে মোহন বাগান ছাড়ার পর তিনি বলেছিলেন যে তাঁর ক্লাব ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না। এক প্রকার জোর করেই তিনি বেঙ্গালুরু ফুটবল ক্লাবে গিয়েছেন। হীরার ক্ষেত্রেও ব্যাপারটা হয়তো কিছুটা এক। কারণ তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলেন। শেষে এই জল্পনা।